নিজস্ব সংবাদদাতা, বিনোদন ডেস্কঃ
ডিজলাইকের ঝড় উঠল ইউটিউবে। কেন? কারণ আজ, বুধবার প্রকাশ্যে এসেছে পরিচালক মহেশ ভাটের আসন্ন ছবি ‘সড়ক টু’-এর ট্রেলার। নির্ধারিত সময়ের চব্বিশ ঘণ্টা পর প্রকাশ্যে এলেও সাফল্যের মুখ দেখতে পেল না ছবির ট্রেলার।
প্রত্যাশা মতোই নেটিজেনদের বিশেষত সুশান্ত সিং রাজপুত ভক্তদের ব্যাপক রোষের মুখে ‘সড়ক টু’-এর ট্রেলার। ইউটিউবে ডিজলাইকের বিশ্ব রেকর্ড গড়ল আলিয়া ভাট অভিনীত ‘সড়ক-টু’-এর ট্রেলার। এদিন ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি ‘ডিজলাইক’ পাওয়া ছবির ট্রেলার হিসাবে গোস্টবাস্টার্সকেও পিছনে ফেলল ‘সড়ক টু’।
আরও পড়ুনঃ ট্রেলারেই বাজিমাত করল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’
এতদিন পর্যন্ত ১.১ মিলিয়ন ডিজলাইকের সঙ্গে গোস্টবাস্টার্সের ট্রেলার ছিল ইউটিউবের সবচেয়ে অপছন্দের ছবির ট্রেলার। সেই জায়গায় মাত্র ৭ ঘণ্টায় ‘সড়ক টু’এর ট্রেলারে পড়ছে ১.৬ মিলিয়ন ডিজলাইক। মাত্র পাঁচ ঘণ্টাতেই এই ছবির ট্রেলারে ডিজলাইকের সংখ্যা ছিল ১০ লক্ষাধিক! আপাতত ‘সড়ক টু’-এর ট্রেলারে লাইক সংখ্যা ১ লক্ষ ১১ হাজার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584