কবির হোসেন,মুর্শিদাবাদঃ
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করল সালার থানা। পথ নিরাপত্তা মাসে হিসেবে বছরের ডিসেম্বর মাস বেছে নিয়েছে সালার থানা। বুধবার সকালে সালার থানা মোড় হইতে সালার থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিছিল বের করে। সালারে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে করে ব্লক অফিস মোড়ে মিছিল শেষ হয়।
সালার থানা ওসি ইন্দ্রনীল মহন্ত সহ বিভিন্ন আধিকারিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সাধারণ পথচারী থেকে মোটর বাইক চালক ও অন্যান্য বাহন চালকদের ‘সেফ ড্রাইভ সেভ লাইফ‘ সম্পর্কে সচেতন করেন। সালার থানার পক্ষ থেকে বিশেষ করে ট্রাফিক নিয়ম মেনে চলা ও বাইক চালকদের সবসময়ই হেলমেট পরে এবং নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর সে বিষয়ে সচেতন ও আলোকপাত করেন।
আরও পড়ুনঃ ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বাড়িতে বাড়িতে শিক্ষকরা, প্রশংসনীয় উদ্যোগ মত অভিভাবকদের
এই কর্মসূচি সারা মাস ধরে চলবে এবং মাঝে মাঝে পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584