লকডাউনে অসহায়দের পাশে দাঁড়াতে আশাকে আশ্রয় কিশোরীর

0
85

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

জন্মদিনে সঙ্গীত জগতের লেজেন্ড আশা ভোঁসলে’কে গান উপহার দিল বছর ১২-র সাহানা সোম। ৮৭-তে পড়লেন সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। আর সেই কিংবদন্তি সংগীতশিল্পীর জন্মদিনে ‘ইঁউ সাজা চাঁদ’ গানটি গেয়ে শ্রদ্ধা জানালেন ছোট্ট সাহানা। এই করোনার পরিস্থিতিতেই অসুবিধায় কাটানো একদল কচিকাঁচার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় সাহানা। সেই মহৎ উদ্দেশ্য সফল করতেই আশা ভোঁসলের জন্মদিনটিকেই বেছে নিয়ে গান গাইল সে।

মায়ের তালিমেই সেই পাঁচ বছর বয়স থেকে হিন্দুস্তানী শাস্ত্রীয় এবং লাইট শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নিচ্ছে সাহানা। আশা ভোঁসলে তার আইডল। তাঁর জন্মদিন তো রয়েইছে। তবে এই ছোট্ট বয়সে গানের থেকেও সাহানা যে একটি সামাজিক কারণে নিজেকে এই ভাবে এগিয়ে দিতে উদ্যত হয়েছে, তা সত্যিই অভাবনীয়।

আরও পড়ুনঃ ৮৭ তে আশা

singers | newsfront.co
কোলাজ চিত্র

আরও পড়ুনঃ দাদাগিরির গ্র্যান্ড ফিনালে আসন্ন

৭ সেপ্টেম্বর অর্থৎ গত সোমবার ইউটিউবে মুক্তি পেয়েছে সাহানার সেই গানের ভিডিও। ওই ভিডিওতেই রয়েছে সমাজে পিছিয়ে পড়া শিশুদের কল্যাণে নিযুক্ত সংস্থাগুলির লিংক। মুম্বই-পোওয়াইয়ের রোটারি ক্লাবের মতো একটি সংস্থা পুরোপুরি এই উদ্দেশ্যেকে সমর্থন করছে। ছোট্ট সাহানার দাবি, তার এই গান শুনে প্রত্যেকেই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

সাহানার কথায়, “আমি একজন ভাল গায়িকা হয়ে উঠতে চাই, যাতে আমার সংগীত আরও বেশি লোকের কাছে পৌঁছে যায় এবং এইভাবে আমার গান যেন এই বিশ্বের আরও সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে পারে। আর একজন ভাল গায়িকা হওয়ার পাশাপাশি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ’ল একজন ভাল মানুষ হয়ে ওঠা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here