পুজোয় খাবেন নাকি অঞ্জনের হাতে গড়া ‘সাহেবের কাটলেট’?

0
154

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আদতে কাটলেট একটি বিলিতি খাবার। কলোনিয়াল সময় তা এন্ট্রি নেয় বাংলায়। ধীরে ধীরে তা বাঙালির রসনাতৃপ্ত করে। বাংলায় এসে তার স্বাদ সাহেবিয়ানা থেকে ক্রমশ পা বাড়ায় বাঙালিয়ানার দিকে। সহজ কথায় স্বাদবদল ঘটে সাহেবি কাটলেটের৷ বিদেশি থেকে দেশি হয়ে ওঠে কাটলেট।

তবে, অঞ্জন দত্ত বানিয়ে ফেলেছেন ‘সাহেবের কাটলেট’। বিদেশি থেকে দেশি হয়ে ওঠার গল্প রয়েছে অঞ্জনের ‘সাহেবের কাটলেট’-এ।

আরও পড়ুনঃ ফিল্ম রিভিউঃ চরৈবেতি

মূলত এটি একটি মিউজিক্যাল ফুড ফিল্ম। অঞ্জন দত্ত মানেই গান। আর তার সঙ্গে এই ছবিতে তিনি জুড়ে দিয়েছে ভোজনের স্বাদ ও গন্ধ। বাঙালিয়ানা এবং সাহেবিয়ানা এই ছবির অন্যতম আকর্ষণ বলা যায়।

saheber cutlet | newsfront.co

বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, শ্রীতমা দে, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে। শেফের ভূমিকায় থাকবেন অর্জুন চক্রবর্তী। অঞ্জন স্বয়ং থাকবেন একটি চরিত্রে।

আরও পড়ুনঃ ভার্চুয়ালে ‘সুর অউর সাজ’

ছবিতে গান, মজা আর স্বাদ।মিলেমিশে হবে একাকার। মানুষকে আনন্দ দিতে চান অঞ্জন দত্ত। অঞ্জন এবং অঞ্জন পুত্র নীল দত্ত’র দুটি অ্যালবামের গানের ব্যবহার থাকবে এই ছবিতে। কলকাতা এবং চন্দননগরে হয়েছে ছবির শুটিং।

ক্যামেরার দায়িত্বে ছিলেন তিয়াস সেন। সম্পাদনায় শুভজিত সিংহ। সঙ্গীত পরিচালনায় নীল দত্ত।
শ্যামসুন্দর দে এবং তন্ময় ব্যানার্জির নিবেদনে এই পুজোতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সাহেবের কাটলেট’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here