প্রচারে নেমেই বিরোধীদের তুলোধনা করলেন সাইফুল

0
43

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত সদ্য ঘোষিত ঘাটাল লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী সাইফুল হোসেন।আজ এক সাংবাদিক বৈঠকে তিনি এমনটাই জানান।

saiful insinuation opponents
নিজস্ব চিত্র

তিনি তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেব এবং প্রাক্তন পুলিশ সুপার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের নাম না করেই বলেন, “বাকি যারা প্রার্থী হয়েছেন, তাঁরা কেউ বুনোহাঁস হয়ে আমাজনে,চাঁদের পাহাড়ে ঘুরতে যান।মানুষের পাশে থাকেন না।আরেক জন যিনি আছেন,তাঁর শাসনকালে তিনি ব্রিটিশ আমলের পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বার্জ,পেডি, ডগলাসের শাসনকালের কথা মেদিনীপুরবাসীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন।

saiful insinuation opponents
নিজস্ব চিত্র

গতবারের যিনি সাংসদ ছিলেন তাঁকে পাঁচবছর নিজের লোকসভা এলাকায় দেখাই যায়নি।সাংসদ তহবিলের ২৫ কোটি টাকার মধ্যে সাড়ে ৭ কোটি টাকা ফেরৎ গেছে,যিনি সাংসদ ছিলেন তিনি সেই টাকা উন্নয়নের কাজে খরচ করতে পারেননি। অতএব মানুষ এদের প্রত্যাখান করবে।”

আরও পড়ুনঃ বিষ্ণুপুরে দলীয় সভায় বিজেপিকে তুলোধনা করলেন অভিষেক

এসব ঘটনার ব্যাখ্যা দেন প্রার্থী সাইফুল হোসেন।আর তাই জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী এই কংগ্রেস প্রার্থী ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here