সংকটের দিনে শহরবাসীর পাশে দাঁড়ালেন, মিউনিসিপ্যালিটি ও স্বেচ্ছাসেবী সংস্থা ” প্রেরণা “

0
118

পিয়ালী দাস, বীরভূমঃ

food distribution | newsfront.co
ভবঘুরেদের আহার দান। নিজস্ব চিত্র

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় শহরবাসীর পাশে দাঁড়িয়েছে সাঁইথিয়া মিউনিসিপ্যালিটি।এমনকি বাদ যায়নি এলাকার কাউন্সিলর থেকে সমাজসেবীসহ পাড়ার ক্লাব গুলোও, প্রত্যেকেই সাধ্যমত এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছে।

mask and soap distribution | newsfront.co
মাস্ক সাবান বিতরণ। নিজস্ব চিত্র

কোনো কোনো ক্লাব আবার প্রত্যেক বাড়িতে গিয়ে মাস্ক ও সাবান বিতরণ করছে। পাশাপাশি কোনো ক্লাব আবার চাল-ডাল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিলি করছে।এই ঘোর বিপদের দিনে এলাকাবাসীদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সে দিকে নজর দিয়েছে এলাকার কাউন্সিলররা।

relief | newsfront.co
দুঃস্থদের ত্রাণ বিলি। নিজস্ব চিত্র

এমনকি শহরের বিভিন্ন ট্রাস্ট গুলো রান্না করে প্ল্যাটফর্মের গরিব-দুঃখীদের দু-বেলা পেটপুরে খাওয়াচ্ছে। সরকারি নিয়ম নিষেধ মেনে মানুষকে খাওয়ানো হচ্ছে কিনা সাঁইথিয়া থানা সে দিকে যথেষ্ট নজর রাখছে।

আরও পড়ুনঃ শহরকে স্যানিটাইজড করতে ময়দানে নামল দমকলের কর্মীরা

police | newsfront.co
পুলিশের উদ্যোগে খাদ্য বিলি। নিজস্ব চিত্র

যদিও প্রত্যেকের একটাই উদ্দেশ্য, সবাই যেন ঘরে থাকে এবং সুস্থ থাকে। খাদ্যের অভাবে কারো যেন প্রান না যায় এবং covid-19 যাতে সাঁইথিয়া শহরকে ছুঁতে না পারে। পূর্বের মতন সুস্থ এবং স্বাভাবিক জীবন যাতে ফিরে পায় শহরবাসী। সকলের এই যৌথ উদ্যোগে স্বাভাবিক ভাবে খুশি শহরবাসী।

food | newsfront.co
বাড়ি গিয়ে ত্রাণ বিলি। নিজস্ব চিত্র

এদিন আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপীনাথ চক্রবর্তী সকাল থেকে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মুড়ি, বিস্কুট, চানাচুর ও জল সহ একাধিক শুকনো খাবার বিলি করেন। “প্রেরণা” নামে একটি সংস্থা সাঁইথিয়া শহরের সমস্ত ভবঘুরেদের লকডাউন চলাকালীন খাবারের ব্যবস্থা করেছে।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে মাক্স হাতে পথে নামলেন, ১নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলার

old women | newsfront.co
বৃদ্ধাকে ত্রাণ দিয়ে সাহায্য। নিজস্ব চিত্র

আর এই সংস্থাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন প্রচুর মানুষ সহ সাঁইথিয়া শহরের পুরপ্রধান বিপ্লব দত্ত সাঁইথিয়া থানার ওসি নীলোৎপল মিশ্র শহরের অন্যান্য বিশিষ্ট জনেরা। এই পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি এলাকার বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here