অ্যামাজনেই মুক্তি ‘শকুন্তলা দেবী’র

0
62

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। পঞ্চম দফার লকডাউনে এ রাজ্যে আনলক-১ শুরু হওয়ার পর শপিং মল, রেস্তরাঁ খুলে গেলেও এখনও খোলেনি সিনেমাহলগুলি। এহেন পরিস্থিতিতে সিনেমা হলগুলি কবে খুলবে তা কারোরই জানা নেই। তাই এই মুহূর্তে ছবির অনলাইন রিলিজের পথেই হাঁটছেন প্রযোজকরা।

Vidya Balan | newsfront.co

ইতিমধ্যেই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত ‘গুলাবো সিতাবো’। এবার এই একই ওয়েব প্ল্যাটফর্মে আসছে ‘শকুন্তলা দেবী’। ৩১ জুলাই ছবিটির প্রিমিয়ার হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ভারত-সহ ২০০টি দেশ ও অঞ্চলের প্রাইম সদস্যরা ৩১ জুলাই থেকে শুরু হওয়া ছবিটি স্ট্রিম করতে পারবেন।

ছবিতে মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। তাঁর স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রাকে এবং প্রধান ভূমিকায় দেখা যাবে ‘কাই পো চে’ খ্যাত অমিত সাধ-কে। ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন।

আরও পড়ুনঃ “আমার আগামী দিনের গানের হিরো আমিই”- বললেন অমিত কুমার

২০১৫ সালে ‘ওয়েটিং’ ও ২০১৯-এর ‘ফোর মোর শটস প্লিজ’-এর প্রথম সিজন পরিচালনা করেছিলেন তিনি। ছবির চিত্রনাট্য লিখেছেন নয়নিকা মাহতানি এবং পরিচালক স্বয়ং। ছবির সংলাপ লিখেছেন ইশিতা মৈত্র।অ্যামাজন প্রাইমের তরফে টুইটারে একটি ভিডিও প্রকাশ করে ছবির রিলিজ ডেট জানানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিভিন্ন রকম গণিতের সমাধানের কথা বলেছেন বিদ্যা। এমন কিছু অঙ্ক যা মুহূর্তে সমাধান করা দুঃসহ ব্যাপার। ওই অঙ্কের মধ্যেই লুকিয়ে ‘শকুন্তলা দেবী’ ছবির মুক্তির দিন।

আরও পড়ুনঃ মা’কে হারিয়েও পরদিন সঠিক সময়ে শুটিং ফ্লোরে কাঞ্চন

প্রাইম সদস্যরা ‘শকুন্তলা দেবী’ দেখতে পারবেন স্মার্ট টিভি, মোবাইল ডিভাইস, ফায়ার টিভি, ফায়ার টিভি স্টিক, ফায়ার ট্যাবলেট, এয়ারটেল, ভোডাফোন ইত্যাদির প্রাইম ভিডিও অ্যাপটিতে যে কোনও জায়গায় যে কোনও সময়ে। প্রাইম ভিডিও অ্যাপটিতে প্রাইম সদস্যরা তাদের মোবাইল ডিভাইসে এবং ট্যাবলেটগুলিতে পর্বগুলি ডাউনলোড করতে পারবেন। এর জন্য কোনও অতিরিক্ত মূল্য প্রদান না করেই ছবিটি যে কোনও জায়গায় অফলাইনে দেখতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here