মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
আপনি কি বড় অঙ্ক মুখে মুখে নিমেষে কষে দিতে পারেন? কোনও ক্যালকুলেটর বা কম্পিউটার ছাড়াই! বলুন তো, (৪৩১ x ১০২ + ৯৮৪২১ – ১৪৮৭ x ৪৬) x ৩৭৮০ ÷ ৯ = কত হয়? ক্যালকুলেটর বা কম্পিউটার ছাড়া আপনার পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব না হলেও শকুন্তলা দেবী কিন্তু মুখেই অঙ্ক কষে এর উত্তর বলে দিতে পারেন। জুলাইয়ের শেষে এমনই এক গণিতের জাদুকরের সঙ্গে সাক্ষাৎ হবে দর্শকের।
৩১ জুলাই অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হবে ‘শকুন্তলা দেবী’র। তার আগেই প্রকাশ্যে এল বিশ্বখ্যাত গণিতবিদের জীবন অবলম্বনে তৈরি ছবি ‘শকুন্তলা দেবী’র ট্রেলার। শকুন্তলা দেবী হলেন প্রথম ভারতীয় ভাষার বায়োপিক যার গ্লোবাল প্রিমিয়ার কেবলমাত্র প্রাইম ভিডিওতে হচ্ছে।
আরও পড়ুনঃ ট্রেলারেই বাজিমাত করল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’
ছবিতে যে এক অন্যরূপে ধরা দেবেন বিদ্যা বালান, তার আভাস ট্রেলারেই স্পষ্ট। সদ্য প্রকাশ্যে আসা ট্রেলারে দেখা যাচ্ছে, মুহূর্তমাত্র সময় না নিয়ে, মুখে-মুখেই হিসেব কষে বড়-বড় ক্যালকুলেশন বলে দিচ্ছেন শকুন্তলা দেবী থুড়ি বিদ্যা বালান। যা দেখে হতবাক মার্কিন মুলুকের গণিতজ্ঞরাও। তবে পেশাগত ক্ষেত্রে সাফল্যের চূড়ায় উঠলেও শকুন্তলা দেবীর সাংসারিক জীবন কিন্তু অঙ্কের হিসেবের মতোই জটিল ছিল।
আরও পড়ুনঃ ওটিটি প্ল্যাটফর্মে ১৭ জুলাই আসছে ক্লাউড শর্ট ফিল্ম ‘আকাশ অজানা তবু’
শুধুমাত্র অঙ্কের প্রেমে পড়ার কারণেই সুখী ঘরকন্নায় সমস্যা দেখা দিয়েছিল। যার ফলে, স্বামী এবং কন্যার সঙ্গে সম্পর্কে ভাঙনও ধরেছিল। এমনই কিছু চিত্র ধরা পড়েছে ছবির ট্রেলারে। ‘শকুন্তলা দেবী’ প্রসঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালান বলেন, “শকুন্তলা দেবীর জগতে পা রাখাটা যতটা উল্লাসজনক ছিল, ততটাই ভয়ের ছিল।”
ভারত-সহ ২০০টি দেশ ও অঞ্চলের প্রাইম সদস্যরা ৩১ জুলাই থেকে ছবিটি স্ট্রিম করতে পারবেন। ছবিতে মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। তাঁর স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রাকে এবং প্রধান ভূমিকায় দেখা যাবে ‘কাই পো চে’ খ্যাত অমিত সাধ-কে। ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584