কবির হোসেন, মুর্শিদাবাদঃ
আগামীকাল মঙ্গলবার বৃহৎ টিকাদান কর্মসূচি গ্রহণ করল সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই মেগা টিকাকরণ কর্মসূচি সফল করতে সালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র ,স্কুল ও অন্যান্য টিকাদান কেন্দ্রগুলো থেকে একসাথে ৭০০০ জনকে টিকাদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে সালার স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই উদ্দেশ্যে টিকা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে ও বিভিন্ন ক্যাম্পে টিকা সরবরাহ ও পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী এবং তথ্যাদি নথিভুক্ত করার জন্য অতিরিক্ত কর্মীর সংস্থান করেছেন বলে জানান সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আধিকারিক শিশির কুমার সর্দার। এছাড়াও টিকাকরণ কর্মসূচির সাফল্যের জন্য গত দুইদিন ধরে বিভিন্নভাবে বিশেষ করে সামাজিক মাধ্যম ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হয়েছে।
আরও পড়ুনঃ চারদিন ধরে ফরাক্কায় বন্ধ PHE জলের পরিষেবা, চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা
সালার, টিয়া, কাগ্রাম, দত্তবুটিয়া দক্ষিণখন্ড, আউচা, রায়গ্রাম, ঘোষপাড়া, খাড়েরা পুনাসি, বাবলা সোনারুন্দি প্রভৃতি কেন্দ্র থেকে একযোগে সাত হাজার জনকে টিকাদান কর্মসূচি সফল করার জন্য সব রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584