নেত্রহীন দম্পত্তিকে ঘর বানিয়ে দিল সালার থানার পুলিশ

0
196

কবির হোসেন, মুর্শিদাবাদঃ

সোমবার সালার থানার অন্তর্গত টিয়া গ্রামে এক নেত্রহীন দম্পতিকে বাসস্থানের ব্যবস্থা করে দিল সালার থানার পুলিশ। ট্রেনে এই নেত্রহীন দম্পতি গান শুনিয়ে ভিক্ষা করে থাকেন। স্থানীয় পুলিশ প্রশাসনের গোচরে আসে বিষয়টি। সালার থানা প্রশাসনের তৎপরতায় তাদের সমস্যা জানতে চাওয়া হয় এবং সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মহন্ত পুরো বিষয়টি অবগত হয়ে এই নেত্রহীন দম্পতির থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করেন। সঙ্গে তাদের জামাকাপড়, একমাসের সবজি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাহায্য করা হয় ওই দম্পতিকে।

police help
সাহায্যের হাত। নিজস্ব চিত্র

এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন মুখে কিছু না বললেও তাদের এই কাজের জন্য সকলের প্রশংসা কুড়িয়েছেন সাধারণ মানুষের কাছে। অপরদিকে পুলিশ যে এইভাবে নাম প্রকাশে অনিচ্ছুক এই দম্পতিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তা তাদের কাছে স্বপ্ন ছিল। এই শীতে খোলা আকাশ নিচে রাত কাটাতে হবে না এটা শুনেই অনেকটা আবেগ আপ্লুত হয় তারা। তাছাড়া সাংসারিক কাজের জিনিসপত্র দিয়ে সাহায্য করার জন্য তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

blind couple
নিজস্ব চিত্র

এই নেত্রহীন দম্পতি কাটোয়া আজিমগঞ্জ লোকাল ট্রেনে গান করে ভিক্ষা করত। এই অন্ধ যুগলের নির্দিষ্ট কোন বাসস্থান ছিল না। এই দম্পতি খোলা আকাশই তাদের ঘর বলে মনে করতেন। যা স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সালার থানার নজরে আসে। তারপর তারা তৎপর হয়ে এই অন্ধ দম্পতিকে সাহায্যের জন্য এগিয়ে আসে।

আরও পড়ুনঃ করোনা সচেতনতার বার্তা দিতে রাস্তায় ডোমকল এসডিপিও

সোমবার সালার থানার পক্ষ থেকে তাদের নতুন ঘর, শীতে কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তাদের হাতে তুলে দেন সালার থানার আধিকারিক ইন্দ্রনীল মহন্ত। এই শীতে মাথার নীচে ছাদ পেয়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে ওঠেন এই অন্ধ দম্পতি। তারা কখনোই ভাবতে পারেননি যে নতুন বছরে স্থানীয় প্রশাসনের কাছ থেকে এমন একটা উপহার পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here