নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দিল্লি বিধানসভার দুদিনের বিশেষ অধিবেশনে বাড়ানো হল মন্ত্রী- বিধায়কদের বেতন ও ভাতা। ২০১১ সালের পর থেকে বাড়েনি তাঁদের বেতন ও ভাতা আর বাড়েনি। বিধায়কদের যাবতীয় ভাতা সমেত ৯০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ২০১১ সালের ওপর ৬৬ শতাংশ বেতন বৃদ্ধি হতে চলেছে তাঁদের। ২০১১ সাল থেকে তাঁদের বেতন ছিল ৫৪ হাজার টাকা। বিধায়কদের প্রাথমিক বেতন ১২ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৩০ হাজার টাকা। বিধানসভা কেন্দ্র ভাতা ৬০০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১০,০০০ টাকা। সেক্রেটারিয়েট ভাতা ১০,০০০ টাকা থেকে বেড়ে হবে ১৫,০০০ টাকা।
PRS Legislative নামক একটি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, ২০০০০ টাকা বেতন ও ২.৩ লক্ষ টাকা বিধানসভার ভাতা অর্থাৎ সব মিলিয়ে ২.৫ লক্ষ টাকা পান তেলেঙ্গানার বিধায়করা। যা দেশের অন্যান্য রাজ্যের মধ্যে সর্বোচ্চ। জাতীয় স্তরের সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী কর্ণাটকের বিধায়কেরা পান মাসিক ২.০৫ লক্ষ টাকা, উত্তরপ্রদেশের বিধায়কেরা ১.৮৭ লক্ষ টাকা, বিহারের বিধায়কেরা ১.৬৫ লক্ষ টাকা, জম্মু-কাশ্মীরের বিধায়কেরা ১.৬০ লক্ষ টাকা ও মহারাষ্ট্রের বিধায়কদের বেতন ১.৬০ লক্ষ টাকা।
উল্লেখযোগ্যভাবে কম বেতন কেরলের বিহায়কদের, তাঁদের বেতন মাত্র ২০০০ টাকা। তাঁদের কোন সেক্রেটারিয়েট ভাতাও নেই। তবে অন্যান্য ভাতা তাঁরা পান ৪৩,৭৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে ত্রিপুরার বিধায়কদের বেতন ৪৮,৪২০ টাকা, রাজস্থানের বিধায়কদের বেতন ৫৫,০০০ টাকা, সিকিমের বিধায়কদের বেতন ৫২,০০০ টাকা ও মিজোরামের বিধায়কদের বেতন ৬৫,০০০ টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584