আটচল্লিশ জন শিক্ষকের বেতন আটকে

0
3225

জানে আলম, জঙ্গীপুর:

জঙ্গিপুর মহকুমায় ৪৮ জন মাদ্রাসা শিক্ষকদের জুলাই মাসের বেতন হয়নি। জঙ্গিপুর মহকুমার নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা র প্রধান শিক্ষক জানে আলম সাহেব কে মুনিরিরা হাই মাদ্রাসার কয়েক জন শিক্ষক জানতে চান এই বিষয়ে। তিনি শিক্ষা সেলের মহকুমা সম্পাদক মহ মফিজুর রহমানের সঙ্গে আলোচনা করেন । মফিজুর সাহেব , A I of School ও বড়বাবু নারাযন বাবুর সঙ্গে কথা বলেন। উনারা জানান যে Dhulian High Madrasah ও D.B.S. High মাদ্রাসা Yearly Increment ও House Rent Declaration জমা না দেওযায় এই রকম অবস্থার সৃষ্টি হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হযয়েছে 2005 সালে Appointment প্রাপ্ত বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। যেমন ঔরাঙ্গবাদ হাই মাদ্রাসার ৫ জন, মুনিরিযা হাই মাদ্রাসার ১০জন, হাউস নগরের ৪ জন, ধুলিয়ানের ৪ জন সহ আরো অনেক মাদ্রাসা র শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। মোস্তাফিজুর সাহেব আরো জানান যে 2016 সালেও এ রকম ঘটনা ঘটেছিল। কারন হিসাবে জানা যায় – শিক্ষকবৃন্দ দুই প্রকৃতির এক SSA দূই NON-SSA। যে শিক্ষকদের বেতন আটেক গেছে তার NON SSA শিক্ষক। এখঘ প্রশ্ন হল এত DIGTITALIZATION-এর যুগে এই ভুল কি করে কার গাফিলতিতে? তদন্ত করে শিক্ষক দের বেতন দেওয়ার ব্যবস্থা করা হক। মুস্তাফিজুর রহমান সাহেব ধুলিয়ান ও ডি.বি.এস. মাদ্রাসায় ফোনে খবর নিয়ে জানেন যে- ঐ মাদ্রাসার কোন ত্রুটি নেই ।তবে কি AI of School Jangipur-এর অবহেলায় এই শিক্ষকদের বেতন আটেক গেল?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here