নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালকে জিন্দালের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলনের লক্ষ্যে গড়ে উঠেছে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল বাঁচাও কমিটি।এই কমিটির উদ্যোগে আজ জেলা শাসকের দফতরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।একই সাথে কমিটির সভাপতি জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়ার নেতৃত্বে আট সদস্যের এক প্রতিনিধি দল জেলা শাসক তিন দফা দাবীতে একটি স্মারক লিপি জমা দেন।
আরও পড়ুন: মাওবাদী আক্রমণে নিখোঁজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অবরোধ বিক্ষোভ
হাসপাতাল বাঁচাও কমিটির দাবী যে,জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা হাসপাতালকে ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না।তাদের অভিমত এই যে,উন্নত ভালো পরিষেবা দেওয়ার নাম করে বানিজ্যিক প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়ে আসলে সাধারণ মানুষকে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত করছে।আগামীতে সরকার তার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার ঘোষণা করে কমিটির নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584