নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
কমল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সলমন খান। ‘রাধে’ ও ‘ভাইজান’-এর সমালোচনা করে ভিডিয়ো বানিয়েছিলেন লেখক, প্রযোজক, অভিনেতা, সমালোচক কমল খান। আর তাই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন সল্লুভাই।
সূত্রের খবর অনুযায়ী, সোমবার আইনি নোটিস পাঠানো হয়েছে কমল খানের কাছে। লেখার বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার আদালতে এই মামলার শুনানি। সে তথ্য এবং ছবি টুইট করে কমল জানিয়েছেন আর কোনওদিন তিনি সুপারস্টার সলমন খানের ছবি নিয়ে কোনও ভিডিয়ো বানাবেন না।
আরও পড়ুনঃ ৭০ বছর বয়স পরমব্রতর
কমল আর খান সল্লুভাইয়ের সাম্প্রতিক ছবি ‘রাধেঃ ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ নিয়ে কথা প্রসঙ্গে তুলে ধরেছেন আরও নানা দিক। যেমন, ভাইজান বলেছিলেন, এই ছবির লভ্যাংশের একটি অংশ কোভিড পরিস্থিতিতে বিধ্বস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে। তাঁর দাবি, ছবির নির্মাতারা জানতেন যে ‘রাধে’ ছবি বক্স অফিসে সাড়া ফেলবে না। তাই এমন প্রতিশ্রুতি চাউর করেছিলেন নির্মাতারা। ছবি মুক্তি পেয়েছে দশ দিন অতিক্রান্ত৷
আরও পড়ুনঃ আশার দুটি নতুন গান
কিন্তু সলমনের তরফে অনুদানের কোনও কথাই নেই আর।অনুদানের লোভ দেখিয়ে সলমন মানুষকে নিজের ছবি দেখানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ কমলের। এই নিয়েই সরগরম সল্লু-কমল দুনিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584