নিজস্ব সংবাদদাতা, কলকাতা –
কলকাতার উপনগরী সল্টলেকের জি ডি ব্লক, এবছর ৩৫ তম বর্ষে পদার্পণ করলো।
বিগত বেশ কয়েক বছর ধরেই জি ডি ব্লক বেশ কিছু দৃষ্টিনন্দন মন্ডপ উপহার দিয়েছে পুজো প্রেমীদের।
এবছর তাদের উপস্থাপনা উড়িষ্যার ঘন্টেশ্বরী মন্দিরের আদলে পুজো মন্ডপ।
জি ডি ব্লকের পুজোর অন্যতম আকর্ষণ হলো, সাংস্কৃতিক অনুষ্ঠান। পঞ্চমী থেকে নবমী, প্রতিদিন মন্ডপ প্রাঙ্গণের মঞ্চে স্থানীয় অধিবাসীবৃন্দের অংশগ্রহণে নানা ধরনের অনুষ্ঠান হয়। নাটক, নৃত্যনাট্য, সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে প্রতিটা সন্ধ্যেই উপভোগ্য হয়ে ওঠে।
পুজো কমিটির সেক্রেটারী শ্রী দিলীপ দাস জানালেন, ষষ্টী থেকে দশমী অবধি প্রতিদিন দুপুরে ব্লকের আবাসিকদের নিয়ে পংক্তিভোজনের ব্যবস্থা থাকে।
আরও পড়ুনঃ মেঘমুক্ত আকাশ উপছে পড়া ভিড় বর্ধমানে
একটি অনাথ আশ্রম এবং একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদেরও এই পংক্তি ভোজনে নিমন্ত্রণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584