মায়াপুর ইস্কনের রথ যাত্রার সূচনায় বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী

0
163

শ্যামল রায়, নবদ্বীপ, নদীয়াঃ

জেলার মায়াপুর ইসকন এর পরিচালনায় সোনার ঝাড়ু দিয়ে রথ যাত্রার শুভ সূচনা করলেন বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তী। শনিবার মায়াপুরের রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে শোনার ঝাড়ু দিয়ে এই রথযাত্রা শুভ সূচনা করেন বিচারপতি। উপস্থিত ছিলেন জগহারতিয়া দাশ,অলয় গোবিন্দদাস রসিক গৌরাঙ্গ দাস সহ অনেকে। দীর্ঘ 8 কিলোমিটার রথ যাত্রা , আবার ফের উল্টো রথে শুভযাত্রা । এদিন জগন্নাথ দেবের রশ্মিতে হাত লাগান হিন্দু মুসলিম সম্প্রদায়ের সকলে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের শান্তির বার্তা দিতেই এই রথযাত্রা শুভ সূচনা হয়। রথ দ্রুতগতিতে এগিয়ে চলে মায়াপুর ইসকনের দিকে।
এদিন প্রায় ২ লক্ষ টাকার ১৬ কুইন্টাল গজা বিতরণ করা হয় ভক্তদের মধ্যে।
এছাড়াও  রথ দেখতে আসা ভক্তদের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণও করা হয়।
পুরীর রথ মাহেশের রথের পরের স্থান মায়াপুর ইস্কনের রথ বলে দাবি করেন রাতের উদ্যোক্তারা।
এই রথকে ঘিরে মায়াপুর ইসকন মন্দিরে ছিল ভক্তের ঢল। দেশ-বিদেশ থেকে হাজারে-হাজারে পর্যটক রথ দেখতে ছুটে এসেছেন।
ইসকনের গণসংযোগ আধিকারিক রমেশ দাস জানিয়েছেন যে ইসকনেরথ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে চলছে দীর্ঘদিন ধরে। হিন্দু মুসলিম সম্প্রদায়ের সকলেই ইসকনের রথের রশি ধরে টানেন। এদিন সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল মায়াপুর ইসকনের ও রাজাপুরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here