গোষ্ঠী কোন্দলের জেরে খুন তৃণমূল কর্মী জখম 2

0
88

শ্যামল রায় বর্ধমান:
পূর্ব বর্ধমান জেলার কালনা 1 নম্বর ব্লকের অধীন সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী বাপন শেখের। গুলিবিদ্ধ হন আরও 2 তৃণমূল নেতা ।
এরমধ্যে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের উপদান শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। উপপ্রধান শুকুর আলী সহ আরেক ব্যক্তিকে সংকটজনক অবস্থায় প্রথমে কালনা মহাকুমা হাসপাতাল পরে কলকাতায় রেফার করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে পরিস্থিতি থমথমে।
জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যা আটটা নাগাদ উপপ্রধান শুকুর আলী শেখ সহ 3 বন্ধু মিলে বাইকে আসছিলেন শংকরপুর মোড়ের কাছে দুষ্কৃতীরা মোটরবাইক আটকে দিয়ে আটকে পরপর গুলি চালায়।
তৃণমূল নেতা বাপন শেখের বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তৃণমূল নেতা পঞ্চায়েতের উপ-প্রধান শুকুর আলীর ও পেটে গুলি লাগে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার nrs হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে যে স্থানীয় বাদল শেখ ও খালেদ শেখের সঙ্গে তৃণমূলের নেতা উপপ্রধান শুকুর আলীর গোষ্ঠীদ্বন্দ্ব চরমে দীর্ঘদিন ধরে চলে আসছে।
খুনের অভিযোগ দায়ের করা হয়েছে কালনা থানায়।
পুলিশ জানিয়েছে যে অভিযোগ পেয়েছি দুষ্কৃতীদের ধরতে জোরদার তল্লাশি শুরু হয়েছে। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মুখে এই ধরনের ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও জেলা তৃণমূল নেতারা গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন।
তবুও তৃণমূলের একাংশ বলছেন দীর্ঘদিন ধরেই উপপ্রধান শুকুর আলী সঙ্গে এই স্থানীয় কিছু তৃণমূল নেতার বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। জেলা নেতারা জানেন বলে অভিযোগ।
দাদা খবরগুলো আপডেট করে দিন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here