সৌরভ – লক্ষ্মীর বিজেপি যোগের জল্পনা বাড়ালেন শমীক

0
89

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

প্রাক্তন ভারত অধিনায়ক ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে জল্পনার শেষ নেই। কয়েক দিন আগে আর এক প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা তৃণমূল সরকারের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। এবার এই দুই প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে বিজেপি যোগের কথার প্রসঙ্গে হেঁয়ালি করলেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য।

sourav laxmi somik | newsfront.co

তিনি বলেন,’বিশ্রামপর্ব শেষ হওয়ার পর সৌরভ ও লক্ষ্মীরতন একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন।’ হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এভাবেই জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বাংলার দুই প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কি যোগাযোগ রাখছে বিজেপি? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। অবশ্য দুই ক্রিকেটার ফোন ধরেননি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন,’লক্ষ্মীরতন শুক্লা অলরাউন্ডার। বল ও ব্যাট করতে পারেন। তৃণমূলের পিচে সেট হতে পারছেন না।

আরও পড়ুনঃ কাটোয়ায় চাল সংগ্রহ অভিযান কর্মসূচির সূচনা নাড্ডা’র, দিলেন রাধাগোবিন্দ মন্দিরে পুজো

তৃণমূলের হয়ে ব্যাট করবেন, না বিরুদ্ধে বল করবেন, এটা ভবিষ্যত ঠিক করবে। আমি তো শুনছি, বিশ্রাম পর্ব শেষ হওয়ার পর সৌরভ ও লক্ষ্মীরতন একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন।’ লক্ষ্মীরতন শুক্লার রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার নেপথ্যে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন শমীক। তাঁর কথায়, ‘লক্ষ্মীরতন সাদাসিধে মানুষ। কী এমন ঘটল যে রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে উঠলেন। ভাল মানুষদের রাজনীতি করার আগ্রহ শেষ করে দিচ্ছে তৃণমূল।’ বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বলে দাবি করে শমীক বলেন,’চারিদিকে বৈঠক চলছে।

সবাই বিজেপিতে আসছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে চান। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কেন্দ্র ও রাজ্যে ফের একই দলের সরকার হবে।’সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজ্যে বিজেপির মুখ? গত কয়েক মাস ধরেই এনিয়ে ইতিউতি জল্পনা। সংবাদমাধ্যমে লেখাপত্তরও হয়েছে বিস্তর। দিন কয়েক আগেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন সৌরভ। পরের দিন দিল্লিতে অমিত শাহের সঙ্গে একই মঞ্চে মহারাজ। তাতে তীব্রতা বেড়েছে জল্পনার। সৌরভ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বিজেপির শীর্ষ নেতৃত্বের তদ্বিরও নজর এড়ায়নি কারও। খোদ প্রধানমন্ত্রী ফোন করেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ অমিত-ধনখড় বৈঠকের সূচি বদল

খেলোয়াড়ি জীবন থেকে সৌরভের সঙ্গে লক্ষ্মীরতনের সম্পর্ক। সেই লক্ষ্মীরতন মন্ত্রিত্ব ও তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। আপাতত রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছেন বলে এ দিন সাংবাদিকদের জানিয়েছেন লক্ষ্মী। আর এই ‘আপাতত’ শব্দেই উঠছে প্রশ্ন। তাহলে কি অন্য ভাবনা রয়েছে তাঁর? শুধু তাই নয়, এ দিন ‘আগামী মুখ্যমন্ত্রী কে?’ প্রশ্নে লক্ষ্মীরতনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য,’ময়দানে যে ভাল খেলে সে-ই জেতে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছিলেন সাধারণ মানুষ। সবার জন্য আমার পরিবারের শুভেচ্ছা রইল।’ তৃণমূল নেত্রীর নাম নিলেন না প্রাক্তন অলরাউন্ডার, এটা লক্ষণীয়। ফলে শমীকের মন্তব্য জল্পনায় আরও খানিকটা ধুয়ো যে দিল, তা বলাই বাহুল্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here