মনিরুল হক, কোচবিহারঃ
মিশন নির্মল বাংলা অভিযানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে ‘সম্মান যাত্রা’ শুরু হল দিনহাটায়। মঙ্গলবার দিনহাটা ২ নং ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েতে এই সম্মান যাত্রা বের হয়। এদিন ওই সম্মান যাত্রায় উপস্থিত ছিলেন বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান ললিতা অধিকারী, উপপ্রধান সজল কুমার ইন্দ্র, গ্রাম পঞ্চায়েত সচিব সঞ্জয় কুমার নাগ, গ্রাম পঞ্চায়েত নোডাল বিপুল আচার্য, গ্রাম পঞ্চায়েত সিএফ পাপিয়া রায় সরকার, সংঙ্গিতা রায়, শিবানী সরকার সহ আরও অনেকে।
জানা যায়, ২০১৬ সালের ২ সেপ্টেম্বর দিনহাটা ২ নং ব্লকের এই বড়শাকদল গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েত হিসাবে সম্মান লাভ করে। এই সম্মানকে ধরে রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই লক্ষ্যে মানুষকে আরও বেশি বেশি সচেতন করার জন্য এই সম্মান যাত্রা বলে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে। এদিন গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামন থেকে ওই সম্মান যাত্রা তথা শোভাযাত্রা বের হয়ে বড়শাকদল বাজার ও আশপাশ এলাকায় তা পরিক্রমা করে। এতে গ্রাম পঞ্চায়েত এলাকার বহু মহিলা ও পুরুষ অংশ নেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584