মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনার বিষয়ে আরও সচেতনতা অবলম্বন করতে হবে মানুষকে। গোটা পৃথিবী জুড়ে বিরাজ করছে এই মারণ ভাইরাস। কোভিড-১৯ এর সংক্রমণ রুখতে দেশ জুড়ে চলছে লকডাউন। ঘরবন্দি প্রায় প্রত্যেকটি মানুষ।
এই লকডাউনের জেরে বন্ধ অফিস, কারখানা থেকে শুরু করে স্কুল-কলেজ সহ আরও নানান সংস্থান। ফলে খাদ্য সংকটে ভুগছে এ রাজ্যের মানুষ। এই লকডাউনের সময়ে দুঃস্থদের যাতে অনাহারে দিন কাটাতে না হয়, সেইজন্য ৫২টি পরিবারের পাশে দাঁড়াল ‘সুসম্পর্ক’।
আরও পড়ুনঃ স্যানিটাইজার ট্যানেলের উদ্বোধন পুলিশ সুপারের
দেশের এই সংকটজনক পরিস্থিতিতে ৫২ জন দুঃস্থ শিশুর অসহায় পরিবারের দৈনন্দিন অত্যাবশকীয় পণ্যের দায়িত্ব নিলো স্বেচ্ছাসেবী সংগঠন সুসম্পর্ক। মঙ্গলবার বাংলার নববর্ষের দিন থেকেই এ কাজ করছে এই সংগঠন।
এদিন দুঃস্থ পরিবারের হাতে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মুড়ি, বিস্কুট ও সাবান তুলে দেয় তারা। করোনার জন্য রাজ্যে যতদিন লকডাউন চলবে, ততদিন তারা এই কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানান সুসম্পর্কের সদস্যরা।
এদিন সংগঠনের প্রতিষ্ঠাতা অরবিন্দ সিংহ বলেন, এখনও বহু মানুষ অনাহারে রয়েছে। মানুষের সাহায্য ছাড়া এই কর্মকাণ্ড কখনোই সফল হবে না। তাই এই কাজে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটি মানুষকে সুসম্পর্কের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি। দেশের এই কঠিন সময়ে মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুশি সুসম্পর্কের সকল সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584