প্রথম ফোল্ডিং স্মার্ট ফোন আনছে স্যামসাং

0
346

নাজমুল আলম,টেক ডেস্কঃ

Samsung introduce first folded smartphone
ফোল্ডিং স্মার্টফোন ছবি প্রতিবেদক

স্মার্টফোনের সংজ্ঞাটাই বদলে দিতে চলেছে স্যামসাং।তারা বাজারে আনতে চলেছে প্রথম ফোল্ডিং স্মার্টফোন, ইতিমধ্যে নামকরণও করে ফেলেছে তারা, “স্যামসাং গ্যালাক্সি ফোল্ড”।এই ফোল্ডিং স্মার্টফোনের পরিকল্পনা বিভিন্ন কোম্পানির ভাবনার মধ্যে থাকলেও স্যামসাঙ প্রথমেই প্রকাশ করে ফেলল।

খবর অনুযায়ী এই বছর ২৬ শে এপ্রিল আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হতে চলেছে ফোনটি।আমেরিকায় টি মোবাইলের (টি মোবাইল) হাত ধরে প্রকাশিত হবে এই ফোল্ড।দাম পড়বে আনুমানিক ১৯৮০ ডলার। ইউরোপে ৩ রা মে আত্মপ্রকাশ করবে ফোনটি, দাম হবে আনুমানিক ২০০০ ইউরো।

আরও পড়ুনঃ শাওমিকে টেক্কা দিতে স্যামসাং-এর প্রয়াস

Samsung introduce first folded smartphone
ছবি প্রতিবেদক

এক নজরে দেখা যাক ফোনের ফিচারঃ
ল টি ই(LTE), ও ৫জি(5G) এই দুই ভার্সানই থাকছে।থাকছে ৭.৩ ইঞ্চি Infinity flex Display. যেটাকে ভাজ করে ৪.৬ ইঞ্চির HD মোবাইলে পরিনত করা যায়।১২ জিবি রাম ও ৫১২ জিবির ইউনিভার্সাল স্টোরেজ,কোয়ালকম ৭,অক্টাকোর প্রসেসর ফোনেটিতে বারতি মাত্রা সংযোজন করেছে। আছে দুটি ইনবিল্ড ব্যাটারি যা একটি ফোল্ডের সাহায্যে আলাদা করা আছে।

ফোনটির মেরুদণ্ড হলো multi interlocking gear যার মাধ্যমে ডিভাইসটাকে ফোন থেকে ট্যাবলেট ও ট্যাবলেট থেকে ফোনে রুপান্তরিত করা যায়। সর্বমোট ২০০,০০০ বার এটাকে ভাজ করা ও খোলা যাবে,মানে দিনে মোটামুটি ১০০ বার খোলা ও ভাজ করলে ৫ বছর চলে যাবে।১৬, ১২ ও ১০ মেগা পিক্সেলের তিনটি ক্যামেরা আছে যা ফোন ও ট্যাবলেট মোডে কাজ করবে।একসঙ্গে তিনটি অ্যাপ চালানো যাবে ফোনটিতে। সর্বোপরি আপডেটেড এনরোইড ভার্সন পাই (Pie) দিয়ে চলবে ফোনটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here