নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
চলতি বছর সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে ঘিরে নানা প্রকারের ডকু ফিল্ম, শর্ট ফিল্ম এসেছে। এমনকী তাঁকে ট্রিবিউট দিতে তৈরি হয়েছে বড় পর্দার ছবি ‘অভিযাত্রিক’। কিন্তু একজন ফেলুদা তাঁর জন্মশতবর্ষে আসবে না তা হয় নাকি? প্রযোজনা সংস্থা এসভিএফ আগেই ঘোষণা করেছিল যে মাণিক বাবুর জন্মশতবর্ষে তারা দারুণ কিছু চমক দিতে চায়।
একই ছবিতে ফেলুদা ও প্রোফেসর শঙ্কুকে আনার কথাও ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থাটি। প্রতিশ্রুতিমতো সেটাই হতে চলেছে বলে সূত্রের খবর। দুই আইকনিক চরিত্রের দু’টি ভিন্ন গল্প সম্বল করে তৈরি হবে ছবিটি।
এই ছবির পরিচালনার দায়িত্বে সত্যজিৎপুত্র সন্দীপ রায়। সবচেয়ে বড় চমকের খবরটা এবার দিই। ফেলুদার চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে।
অভিনেতার সুঠাম চেহারা, বুদ্ধিদীপ্ত চোখ ও তার চাহুনিতে একটা ফেলুদা ফেলুদা ছাপ আছে বইকি! খবরটা যদি সত্যি হয় তাহলে ইন্দ্রনীলের কেরিয়ারগ্রাফ এক ধাক্কায় অনেকটা উপরে উঠে যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এর আগে তাঁকে ‘কিরীটি’ চরিত্রেও পেয়েছে দর্শক।
প্রসঙ্গত, ইন্দ্রনীল হিন্দি এবং বাংলা ভাষায় গত দু’দশক ধরে সমান তালে কাজ করে চলেছেন। বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষ, অতনু ঘোষ, সৃজিত মুখোপাধ্যায়, অনিরুদ্ধ রায়চৌধুরী, কৌশিক গাঙ্গুলির মতো তাবড়-তাবড় পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেতার। ‘কর্কট রোগ’ নামের ওয়েব সিরিজেও পাওয়া যায় তাঁকে।
আরও পড়ুনঃ অভিনেতাদের নিয়ে যা খুশি তাই লিখে তাকে মুচমুচে বানিয়ে পেজ-এ ছেড়ে দিলেই বাজিমাত: শ্রীময়ী চট্টরাজ
এবার আসি প্রোফেসর শঙ্কু প্রসঙ্গে। ২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পায় সন্দীপ রায় পরিচালিত ‘প্রোফেসর শঙ্কু ও এল ডোরাডো’। দর্শকের মনে ধরে সেই ছবি। অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায় ছিলেন শঙ্কুরূপে। এবারও তিনিই ফেরত আসবেন সন্দীপ রায়ের পরিচালনায়, এমনই খবর।
আরও পড়ুনঃ অতুল প্রসাদের দেড়শো তম জন্মবার্ষিকীতে ঋদ্ধি-সুজয় প্রসাদের শ্রদ্ধাজ্ঞলি
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি ফেলুদা হিসেবে ইন্দ্রনীলের লুক টেস্ট হয়ে গিয়েছে। কবে থেকে এই ছবির কাজ শুরু হবে বা ইন্দ্রনীলই আগামী ফেলুদা কিনা তা নিয়ে সঠিক কিছু জানা যায়নি। তবে, যা রটে তার কিছু তো ঘটে। আশা করা যায় ইন্দ্রনীল সেনগুপ্তই হতে চলেছেন নতুন প্রদোষ রঞ্জন মিত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584