শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
স্যানিটারি ন্যাপকিন তৈরির মাধ্যমে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে গীতা স্বনির্ভর দলের সদস্যারা। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে গীতা স্বনির্ভর দল। গীতা স্বনির্ভর দলের সদস্যা সংখ্যা ১০।
পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে থাকা গীতা স্বনির্ভর দলের সদস্যারা একসময় নিজেরা যৌথ আলোচনার মাধ্যমে ব্যাঙ্ক থেকে সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়ে এবং নিজেদের জমানো টাকা একত্রিত করে একটি স্যানিটারি ন্যাপকিন তৈরির মেশিন কিনেছিলেন। সেই থেকে তাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির কাজ শুরু।
আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠান
জানা গেছে, গীতা স্বনির্ভর দলের সদস্যাদের হাতে তৈরি স্যানিটারি ন্যাপকিনের গুণগত মান ভাল অথচ বাজারী অন্যান্য স্যানিটারি ন্যাপকিনের দামের চেয়ে দাম কম। এই কারণেই বর্তমান বাজারে গীতা স্বনির্ভর দলের তৈরি স্যানিটারি ন্যাপকিনের চাহিদা বিপুল।
বর্তমানে দিন প্রতি প্রায় ১০০০ করে স্যানিটারি ন্যাপকিন তৈরি করছে গীতা স্বনির্ভর দলের সদস্যারা। জানা গেছে, স্বনির্ভর দলের মহিলাদের দ্বারা তৈরি এই স্যানিটারি ন্যাপকিনগুলি সরাবরাহ করা হচ্ছে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে। বালুরঘাট শহরের ১১ মহিলা সংঘে এবং দক্ষিণ দিনাজপুর জেলার ৬৪ মহিলা সংঘে এখনও পর্যন্ত এই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584