নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
রাজ্যকে করোনা মুক্ত করতে স্যানিটাইজেশনের কাজ ইতিমধ্যে অনেক জেলাতেই শুরু হয়ে গেছে। এবার সংক্রমণ রুখতে তৎপর বাঁকুড়াও। রবিবার রাতে জেলা প্রশাসন, বাঁকুড়া পুরসভা ও দমকলের যৌথ উদ্যোগে বাঁকুড়া শহরকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হল।
এদিন শহরের পাঁচবাগা, নতুনচটি, কলেজ রোড, মাচানতলা এলাকায় জীবাণুমুক্ত করার কাজ করেন দমকল কর্মীরা। এদিনের এই কর্মসূচি চলার সময় দমকল কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্তও।
আরও পড়ুনঃ লকডাউনকে উপেক্ষা করে কোথায় হচ্ছে ভিড়, ড্রোনের মাধ্যমে নজরদারি পুলিশের
তবে পুরসভা ও দমকল সূত্রে জানানো হয়েছে, রাতে রাস্তায় মানুষের যাতায়াত একেবারেই নেই। ফলে নিশ্চিন্ত আর নিরাপদেই কাজ করা সম্ভব হয়েছে। যদিও সোমবার থেকে যেহেতু লকডাউনে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। তার ফলে বাইরে লোকজনের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে তার আগেই পুরো শহরকে জীবাণুমুক্ত করার কাজ করতে চাইছেন তাঁরা।
অপরদিকে দমকল কর্তা ব্রহ্মানন্দ পতি বলেন, “রাতে এই কাজ করার মূল উদ্দেশ্য হল, এই সময়ে রাস্তায় লোকজন থাকে না। জীবাণুনাশক হিসেবে যা ব্যবহার করা হচ্ছে, তা মানুষের শরীরে লাগলে জ্বালা করতে পারে। ফলে রাতে লোক জন বাইরে না থাকায় সেই সম্ভাবনা নেই”।
এমনকি এর পাশাপাশি পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, “জেলা প্রশাসন, পুরসভা ও দমকলের যৌথ সিদ্ধান্তে শহরের যে সব জায়গায় ভিড় হয়, সেখানেই এই কাজ করা হচ্ছে। এখন থেকে শহরে ধারাবাহিক ভাবে রাতে এই কাজ করা হবে”। পাশাপাশি এই স্প্রে করার ফলে করোনা সংক্রমণের হাত থেকে কিছুটা হলেও শহরকে বাঁচানো সম্ভব বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584