নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এক যুবকের শরীরে করোনার সন্ধান মেলার পর শনিবার মাঝরাত থেকে কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষিত হয়েছে কালিয়াগঞ্জের থানাপাড়া।
এই পাড়ায় আসা-যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এই নিয়ম মানতে গিয়ে থানাপাড়ার কোন পরিবারের যাতে কোন সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান। কন্টেইনমেন্ট সময়ে ওই পাড়ার কোন পরিবার আবেদন জানালে পুরসভা থেকে বিনামূল্যে দেওয়া হবে ওষুধ থেকে খাবার পর্যন্ত।
আরও পড়ুনঃ চতুর্থ দফায় দেশজুড়ে ১২ ঘন্টার নাইট কার্ফু জারি
রবিবার দুপুরে কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পাল এলাকায় হাজির হয়ে একটি সমন্বয় কমিটি গঠন করে দিয়েছেন৷ এই কমিটি পাড়ার বাসিন্দাদের সুবিধা-অসুবিধার কথা জানাবে পুর সুপারভাইজারকে। পাশাপাশি থানাপাড়ার সব পরিবারের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেয় পুরসভা।
গত সপ্তাহে কলকাতা থেকে কালিয়াগঞ্জে ফিরে থানাপাড়ার এই যুবক কালিয়াগঞ্জ বিএড কলেজের কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। পরে নির্দেশ অমান্য করে শনিবার কালিয়াগঞ্জ শহরের নানা এলাকায় ঘুরে বেড়িয়েছেন থানাপাড়ার এই যুবক।
রবিবার থেকে ওই যুবক ও তার বাড়ির লোকদের কোভিড হাসপাতালে পাঠানোর পরে এলাকায় পুলিশ পাহারা বসানো হয়। দমকল ও পুরসভার স্প্রে কর্মীরা থানাপাড়া এলাকা জীবাণুমুক্ত করার কাজ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584