করোনা সংক্রমণ রুখতে প্রশাসনের তরফ থেকে কোচবিহার পুরসভা এলাকায় স্যানিটাইজেশন

0
50

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশনের উদ্যোগ নিল কোচবিহার পুরসভা। বুধবার কোচবিহার শহরের অরবিন্দ লেন, ৩ নং ওয়ার্ড, নতুন বাজার, কলাবাগান, ১০ নং ওয়ার্ডের পুরসভার কর্মীরা ওই সমস্ত এলাকায় রাস্তাঘাট এবং বাড়িঘর স্যানিটাইজেশনের কাজ শুরু করেন।

sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট সুপর্ণা বিশ্বাস, পুরসভার সেনিটারী ইনস্পেক্টর বিশ্বজিৎ রায় সহ অন্যান্য আধিকারিকরা।জানা গিয়েছে, কোচবিহার সদর এলাকার মোট ৩৪টি কনটেইনমেন্ট জোন রয়েছে। তার মধ্যে কোচবিহার পুরসভার ২০টি ওয়ার্ডের সব কটি এলাকাকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করেন জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

পুরসভার এই ২০টি কনটেইনমেন্ট জোনের সবকটিতে স্যানিটাইজেশন করার কথা বলা হয়েছে।কোচবিহার পুরসভার সেনিটারী ইনস্পেক্টর বিশ্বজিৎ রায় বলেন, “কোচবিহার জেলা প্রশাসন ও পুরসভার প্রশাসকের নির্দেশে পুরসভার ২০ টি ওয়ার্ডে স্যানিটাইজেশন করা হবে।

আজ প্রথম অরবিন্দ লেন, ৩ নং ওয়ার্ড, নতুন বাজার, কলাবাগান, ১০ নং ওয়ার্ডের পুরসভার কর্মীরা ওই সমস্ত এলাকায় রাস্তাঘাট এবং বাড়িঘর স্যানিটাইজেশনের কাজ করেন। আগামীতে বাকি ওয়ার্ড গুলির বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশন করা হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here