ভিন্ন স্বাদের ছবি সাঁঝবাতি

0
143

পিয়া গুপ্তা,ওয়েবডেস্কঃ

sanjbati 2
ছবিঃ প্রতিবেদক

সম্প্রতি আসতে চলছে নতুন সিনেমা সাঁঝবাতি।আক্ষরিক অর্থে বলতে গেলে,প্রকৃতই চেনা ছকের বাইরে এই ছবি ‘সাঁঝবাতি’।অনেক বাঁধাধরা নিয়মের বাইরে বেরিয়ে এই ছবি সাঁঝবাতি তে এই প্রথমবার এক সাথে দেখা যাবে দেব ও পাওলি দাম কে।চলতি বছরের জুন মাসেই শুরু হবে ‘সাঁঝবাতি’র শুটিং।কলকাতা এবং তার বাইরে গ্রামে শুটিং হবে এই ছবির। তার আগে কাজ যতটা এগিয়ে রাখা যায় সেইদিকেই নজর কলাকুশলীদের।
এই ছবিতে দেবের সাথে এই প্রথমবার দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।এই প্রথমবার উইন্ডোজের ব্যানারের বাইরে নিজের প্রযোজনা সংস্থার নামে ছবি প্রযোজনা করতে চলেছেন অতনু রায়চৌধুরী,প্রথমবার নিজেদের সংস্থার বাইরে ছবি পরিচালনায় রাজি হয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় ও।তবে এই প্রথম তাদের ছবিতে দেব ও পাওলি দের মতো প্রতিষ্ঠিত তারকারাও কাজ করছেন, তুলনায় ছোট প্রযোজকদের সঙ্গে।তবে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় দুই পরিচালক এই নয়া জুটিকে নিয়ে কীরকম গল্পের মোড়কে তাঁদের বাঁধতে চলেছেন তা কিন্তু আপাতত রহস্য৷তবে ‘সাঁঝবাতি’ যে একটি ছকভাঙা সম্পর্কের কথা বলবে তা কিন্তু আগাম জানিয়ে দিয়েছেন নির্মাতারা৷এই ছবিতে দেব, পাওলি র সাথে দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কেও।

আরও পড়ুনঃ ফেসবুক নিস্ক্রিয় সদস্যদের গ্ৰুপ থেকে বাদ দিচ্ছেঃকতটা সত্যি?

জানা গেছে এই ছবিতে দেব-পাওলি কিংবা অর্পিতা,প্রত্যেককেই এক নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা তা নিঃসন্দেহে বলা যায়।সবমিলিয়ে নয়া এই জুটিকে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে সকল দর্শকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here