ব্যাংক জালিয়াতির অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ভাইপো

0
121

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিং এবার গ্রেফতার পুলিশের হাতে। তবে মণীশ শুক্ল ঘটনায় নয়, সঞ্জিতকে গ্রেফতার করা হয়েছে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাংক জালিয়াতির অভিযোগে। এই ঘটনায় এর আগেই অর্জুন সিংয়ের কার্যালয় মজদুর ভবনেও তল্লাশি চালিয়েছিল পুলিশ প্রশাসন।

Arjun Singh | newsfront.co
অর্জুন সিং

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অনেক আগে থেকেই পলাতক ছিলেন সঞ্জিত। অবশেষে প্রমাণ ও সরকারি নির্দেশ হাতে করে ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত ওরফে পাপ্পু সিংকে।

শুক্রবার রাতের দিকে তাঁকে গ্রেফতার করেন বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, ‘সংশ্লিষ্ট ব্যাঙ্কের তছরুপের ঘটনায় অন্তত ৪ বার ৪১এ ধারায় ওই বিজেপি নেতার বাড়িতে গিয়ে কমিশনারেটে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দিয়ে আসা হয়েছিল। কিন্তু ওই ব্যক্তি একবারও আসেননি।

আরও পড়ুনঃ ভিনরাজ্যের সুপারি কিলার ভাড়া করে খুন মণীশ! দাবি সিআইডির

সেই কারণেই বলা হয়েছিল, এবার আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা এনে বাড়ি থেকে গ্রেফতার করা হবে। তারপরই এদিন পাপ্পু সিং কমিশনারেটে আসেন। ওই ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে ব্যাঙ্ক জালিয়াতিতে যুক্ত থাকার ব্যাপারে। সেই কারণেই এই পদক্ষেপ করা হয়েছে।’

ভাইপোকে গ্রেফতারের পর কি এবার পরবর্তী লক্ষ্য দাপুটে বিজেপি সাংসদ অর্জুন সিং? তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি কমিশনার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here