“এই মৃত্যু উপত্যকা আমার দেশ না”…..
পরশু দিন আমার স্বামী ব্যাগ ভর্তি করে বাজার করে দিয়ে বললো আর যদি তোমাদের জন্য নিজে হাতে বাজার করতে না পারি!!! শুনে অসহায়ের মতন ওর পিঠে হাত রেখে বলেছিলাম সব ঠিক থাকবে।
কাল বিকেলে আমার স্বামী ফোন করে বললো ধানতলা থানার অন্তর্গত দত্ত ফুলিয়া তে একটি প্রাথমিক বিদ্যালয়ে ওর পোস্টিং হয়েছে।
কাল রাত 9.30 টা নাগাদ ফোন করে ও বললো ওটা বর্ডার এলাকা। রাতে দুটো ভাত খেয়েছে কিন্তু ওরা আতঙ্কে আছে।
সকাল 8.50 নাগাদ আমার স্বামীর নাম্বার থেকে দু লাইনের একটি মেসেজ আসে, তাতে লেখা ছিল… ” এখানে গুলি চলছে, বোমা পড়ছে। জানিনা আমাদের কি হবে।”
তারপর থেকে ওর ফোন বন্ধ,কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। মেয়ে আর আমি অসহায়ের মতন টিভির দিকে তাকিয়ে,ফোন হাতে নিয়ে কেঁদে চলি।
সকাল 10 টা নাগাদ একটা অচেনা নম্বর থেকে ফোন আসে,স্বামীর গলার আওয়াজ বললো পুলিশ বাহিনী এসেছে,ভীষণ আতঙ্কে আছে সবাই।
আমরা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বেঁচে আছি,খাচ্ছি,হাগছি আবার মরেও যাচ্ছি।
ও যখন ফোন টা রাখছে শেষে একটাই কথা বললো “তুমি আর মেয়ে রান্না করে দুটো খেয়ে নিও”…….
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584