গ্রীনপূজা ২০১৮ শারদ সম্মাননা

0
65

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

২ রা নভেম্বর শুক্রবার
পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দফতরের উদ্যোগে গ্রীনপূজা ২০১৮,শারদ সম্মাননা যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে।
সেখানে আলিপুরদুয়ার জেলা তিনটি পুরস্কার ছিনিয়ে নেয়। আলিপুরদুয়ার জেলার মধ্যে গ্রীনপূজা ২০১৮’র সম্মান অর্জন করে ফালাকাটার মসল্লাপট্টি সর্বজনীন দুর্গাপূজা।

পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী এই পুরস্কারটি ফালাকাটার মসল্লাপট্টি সর্বজনীন দুর্গাপূজা কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য গদাই দের হাতে তুলে দেন শুক্রবার। সংশ্লিষ্ট দুর্গাপূজা কমিটির গদাই দে বলেন,ফালাকাটার মসল্লাপট্টি সর্বজনীন দুর্গাপূজা সর্বদাই পরিবেশ বান্ধব, পরিবেশ রক্ষায় বদ্ধ পরিকর আমাদের সকল সদস্য সদস্যা সহ পারার প্রতিটি জনগণ প্লাস্টিক,থার্মোকল প্রভৃতি বস্তু বর্জন করেছে।এখন প্লাস্টিকের ক্যারি ব্যাগের বদলে কাগজ, চট,কাপড় প্রভৃতির ব্যাগ ব্যাবহার করছে ও অন্যকেও এই সকল পরিবেশ বান্ধব জিনিস ব্যাবহার করার জন্য উৎসাহ দিয়ে প্রচার চালিয়ে যায় সারা বছর ধরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here