ফের গোষ্ঠীদ্বন্দ্ব! মুর্শিদাবাদে তৃণমূল অঞ্চল সভাপতির হাতে আক্রান্ত উপপ্রধান

0
72

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

তৃণমূল পরিচালিত সারাংপুর পঞ্চায়েতের উপপ্রধান সহ এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল ওই এলাকারই অঞ্চল সভাপতি বাসির মোল্লার বিরুদ্ধে। আক্রান্ত উপপ্রধানের নাম আতাবুদ্দিন আলি এবং আক্রান্ত পঞ্চায়েত সদস্য আলাউদ্দিন সেখ।

Injured member
আক্রান্ত আতাবুদ্দিন আলি, সারাংপুর তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের সারাংপুর পঞ্চায়েত অফিস চত্তরে। ঘটনার পরই উপপ্রধান ও ওই পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Kimkim Begam
কিমকিম বেগম, পঞ্চায়েত প্রধান

জানা গেছে, গত বৃহষ্পতিবার পঞ্চায়েত প্রধান কিমকিম বেগমের বিরুদ্ধে কাজের এবং আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্তের জন্য প্রতিনিধি দল আসেন পঞ্চায়েতে। জনসাধারনের ভিড় জমতে শুরু করে পঞ্চায়েত চত্তরে। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বাসির মোল্লাও। পুলিশি নিরাপত্তা থাকার কারনে হামলা চালাতে পারেনি বলে অভিযোগ। তাই সুযোগ বুঝে শুক্রবার প্রধানকে না পেয়ে উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়। এই ঘটনায় প্রধান কিমকিম বেগম সুর চড়ান উপপ্রধানের হয়েই।

Basir Molla
বাসির মোল্লা, সারাংপুর তৃণমূল অঞ্চল সভাপতি

আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্ট পেতে চলেছে স্থায়ী প্রধান বিচারপতি

যদিও পুরো ঘটনা অস্বীকার করেন অভিযুক্ত অঞ্চল সভাপতি বাসির মোল্লা। তিনি জানান, তার নিজের দলের লোক উপপ্রধান। স্থানীয়রা কোনো এক সার্টিফিকেট না পাবার ফলে ধাক্কাধাক্কি হয় এবং সিড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায়। এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে ব্লক তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here