নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
২০২০ বিদায় নিলেও তার ভয়াবহতার ক্ষত সারেনি আজও। ভাল থাকা কাকে বলে তা এক প্রকার ভুলতেই বসেছিলাম আমরা। ডুবে গিয়ছিলাম নস্ট্যালজিয়ায়।
কবে আবার সেই সব সোনার দিন ফিরে পাব সেই ভাবনাতেই নিমজ্জিত ছিলাম। আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন।
এরই মাঝে ভোটের হাওয়া বইছে বাতাসে। চলছে দলবদলের ডামাডোল। এর মাঝেই এল চলতি বছরের সরস্বতী পুজো। মেতে উঠল বাঙালি। হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবিতে রাস্তায় নেমেছিল কিশোর-কিশোরী, তরুণ-তরূণীর ঢল৷ পাশাপাশি এবারের সরস্বতী পুজোয় একটু অন্য রঙে রেঙে উঠল টলি পাড়ার নাগরিকবৃন্দ।
উদ্যোগে পরিচালক শিলাদিত্য মৌলিক।ভারতলক্ষ্মী স্টুডিওতে বাগদেবীর আরাধনায় ব্রতী হন টলিউডের অগণিত অভিনেতা-অভিনেত্রী। নাচে, গানে মেতে উঠলেন সকলে৷ সকলের জন্য ছিল মাইক।
কাজ ব্যতিরেকে নির্ভেজাল আড্ডায় এদিন সরস্বতী পুজোয় মেতে ওঠেন সকলে। ফিরে পান শৈশবের ফেলে আসা সরস্বতী পুজোর মজা। স্মৃতিরা এদিন উজ্জ্বল হয়ে ওঠে।ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখের সারি তো ছিলই, ছিল নতুনদেরও উপস্থিতি।
আরও পড়ুনঃ হোক ‘দিন বদলের হাতেখড়ি’
হাজির ছিলেন অরিন্দম শীল, ইশা সাহা, সুদীপ মুখার্জি, অনুভব কাঞ্জিলাল, প্রেমেন্দু চাকি, শিলাদিত্য মৌলিক, সায়ন্তনী গুহ ঠাকুরতা, রেজওয়ান রব্বানি শেখ, অভিজিৎ গুহ, সায়নী ঘোষ, অর্জুন দত্ত, ঈশান মজুমদার, রণজয়, সোহিনী সরকার, সাহেব চট্টোপাধ্যায়, সৌম্য রিত, অমৃতা চ্যাটার্জি, প্রিয়াঙ্কা সরকার, সুদেষ্ণা রায়, রণজয় ভট্টাচার্য সহ আরও অনেকে।
প্রসাদ বিতরণ, অঞ্জলি, আরতি- ঘাটতি পড়েনি পুজোর কোনও নিয়ম নিষ্ঠায়।সবমিলিয়ে এদিনের সরস্বতী পুজোতে শৈশব, তারুণ্য, যৌবনের ত্রিকোণ প্রেমে বন্দি হয় টলিপাড়া৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584