নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

মহিলা কমিশনের পর এবার পুরুষ কমিশনের দাবিতে আন্দোলনে নামতে চলেছে ভারতের সর্ব বৃহৎ পুরুষ স্বেচ্চাসেবী সংস্থা “সেভ আওয়ার ফ্যামিলি ট্রেডিশন” SOFT।আজ খড়গপুরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানান সংস্থার সদস্য সুমন দে।তিনি জানান, ভারতবর্ষে পুরুষদের আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেশী।প্রতি বছর ৯ লক্ষ ১০ হাজারেরও বেশী পুরুষ আত্মহত্যা করে।লিঙ্গ পক্ষপাতদুষ্ট আইনের জন্য বহু পুরুষকে জেলে যেতে হয়। পুরুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সরকারের উদাসীনতা,প্রস্টেট ক্যান্সারের বিষয় সমাজে সচেতনতার অভাব,পুরুষ শিশুদের প্রতি নারী ও শিশুকল্যাণ মন্ত্রনালয়ের বিরূপ মনোভাব, পুরুষদের বিরূদ্ধে গ্রাহস্থ হিংসা ও মানসিক নির্যাতন মতো অপরাধগুলোকে উপেক্ষা করা, নাবালকদের উপর যৌন নির্যাতনের প্রতিবাদে এবং পুরুষ কমিশন ও পুরুষ মন্ত্রক গঠন,পুরুষ সমাজের সমস্ত দাবিগুলো যেন আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনে সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ঘোষণাপত্রে তুলে ধরে।
আরও পড়ুনঃ বিদ্যাসাগর হল প্রাঙ্গনে কংগ্রেসের বর্ধিত সভা

এছাড়াও লিঙ্গ বৈষম্যমূলক আইন,পণপ্রথা আইনের অপব্যবহার,চাইল্ড কাস্টডি, পারিবারিক হিংসা আইন,ধর্ষন,শ্লীলতাহানি, কর্মক্ষেত্রে যৌন উৎপীড়ন এবং পকশো আইন পুরুষ জাতির উপর একতরফা ও লিঙ্গবৈষম্যমূলক প্রনয়নের বিরূদ্ধে আগামী ৩রা মার্চ দিল্লির যন্তর মন্তরে পুরুষ সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে সংস্থা।সেই আন্দোলনে সমস্ত স্তরের পুরুষকে একত্রিত হওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠন এমনটাই জানান সদস্য সুমন দে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584