নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সায়নী ঘোষকে নজিরবিহীন তোপ বিজেপি নেতা সৌমিত্র খাঁ’র। বললেন, “যে অভিনেত্রী হিন্দুধর্মের দেব-দেবীকে অপমান করেন, তিনি-ই আদতে যৌনকর্মী।” ‘জয় শ্রী রাম’ স্লোগানের বিরোধিতা করে রাজ্যের গেরুয়া শিবিরের রোষানলে টলিউড অভিনেত্রী। ইতিমধ্যেই ‘শিবলিঙ্গে কণ্ডোম পরানো’ প্রসঙ্গে সায়নী ঘোষের বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় এফআইআর দায়ের করে ফেলেছেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়। আইনি ফল ভোগার হুঁশিয়ারিও দিয়েছেন অভিনেত্রীকে। পাঁচ বছরের পুরনো টুইট ডিলিট করেও নিস্তার পাননি সায়নী। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুন-ধর্ষণের হুমকি শিকার হচ্ছেন তিনি। তথাগত রায়ের পর এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও তোপ দাগলেন অভিনেত্রীর বিরুদ্ধে।
তিনি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এমনটাই অভিযোগ উঠেছে সায়নী ঘোষের বিরুদ্ধে। এবার এই প্রসঙ্গ টেনে এনেই বিজেপির এক ভরা সভায় অভিনেত্রীকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ করলেন সৌমিত্র খাঁ। রাজ্য বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বুধবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে আয়োজিত এক সভায় যোগ দিয়েছিলেন। সেখানেই অভিনেত্রীর বিরুদ্ধে এমন ‘বিষোদগার’ করতে দেখা যায় তাঁকে।
এদিন সৌমিত্র খাঁ আরও বলেন, “দেবী সরস্বতীকে যৌনকর্মী বলেছেন সায়নী ঘোষ। আমরা মনে করি, শিবলিঙ্গকে যারা অপমান করে, যারা মা মনসাকে অপমান করে, তারাই আসলে যৌনকর্মী।”
আরও পড়ুনঃ অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তপ্ত বিধানসভা কক্ষ
ঘটনার সূত্রপাত অভিনেত্রী সায়নী ঘোষের এক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি এক বাংলা সংবাদমাধ্যম চ্যানেলে অথিতি হিসেবে আমন্ত্রিত ছিলেন সায়নী। সেখানেই বিজেপি শিবিরের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী। প্রকাশ্যেই সায়নী বলেন, “বাইকে করে জয় শ্রী রাম ধ্বনি দিয়ে ভয় দেখানো তো আমাদের সংস্কৃতি নয়। যেভাবে ‘জয় শ্রী রাম’ স্লোগানটিকে রণধ্বনিতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত ভুল। উপরন্তু, এটি বাঙালি সংস্কৃতির মধ্যেও পড়ে না।
আরও পড়ুনঃ দেশজুড়ে সতর্কতা জারি মার্কিন যুক্তরাষ্ট্রে, আশঙ্কা আভ্যন্তরীণ হামলার
ঈশ্বরের নাম ভালবেসে বলা উচিত।” অভিনেত্রীর এমন মন্তব্যের পরই গেরুয়া শিবির সমর্থকদের বাক্যবাণ ধেয়ে আসে টলিউড অভিনেত্রীর উপর। নেটদুনিয়ার সেই তরজা রাজনৈতিক মঞ্চেও প্রকট হয়। সায়নীর পাশে দাঁড়িয়ে নাম না করেই তথাগত রায়কে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা বিজেপির তরফেও একহাত নেওয়া হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে সায়নীকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584