নবনীতা দত্তগুপ্ত , বিনোদন ডেস্কঃ
সৌম্যজিত আদকের পরিচালনায় রূপ প্রোডাকশনের প্রযোজনায় আসছে ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত্যি’। এই সিরিজে গুরুত্বপূর্ণ এক চরিত্রে থাকছেন অভিনেতা সৌরভ দাস। সঙ্গে থাকছেন দর্শনা বণিক, ঋষভ বসু, সৃজনী মিত্র। সৌরভের চরিত্রের নাম অর্জুন। তাঁর চরিত্রে আছে প্রেম।
এই প্রসঙ্গে অভিনেতা জানান- “আমি নিজেও তো একজন প্রেমিক মনের মানুষ৷ আমার যে কোনও চরিত্রেই প্রেম ঘুরে ফিরে এসেছে। এখানেও আসবে। এই প্রেমিক অনেকটা অন্য ধরনের। বাকিটা বললে সবটা বলা হয়ে যাবে। তাই এটুকুই থাক।”
আরও পড়ুনঃ ‘এক্স=প্রেম’ নিয়ে বিতর্কে জড়িয়েছেন সৃজিত-শিলাজিত, মিটমাট চান পরিচালক
এই প্রসঙ্গে সৌরভ অবশ্য আরও কিছু বলেন- “আমরা কারোকে ভালোবাসলে অনেক মিথ্যে কথা বলি। নিজের কমতিগুলো ঢেকে দিয়ে বাড়িয়ে বানিয়ে বলি কারণ আমি তাকে ভালোবাসি। আমি চাই সেও আমাকে ভালোবাসুক। আর জানি সত্যিটা জানলে সে নাও ভালোবাসতে পারে আমায়। এই ‘অল্প হলেও সত্যি’তেও তেমন কিছুই ঘটতে চলেছে। অনেক মিথ্যে থেকে বেরিয়ে আসবে হাজারটা সত্যি।”
নিউজ ফ্রন্টের তরফ থেকে সৌরভের কাছে প্রশ্ন রাখি, সিরিজের নাম ‘অল্প হলেও সত্যি’ জানার পর এক ঝটকায় ‘গল্প হলেও সত্যি’ ছবিটার কথা মনে পড়ে গেল। যদি রবি ঘোষ অভিনীত ‘গল্প হলেও সত্যি’র রিমেক হয় আর রবি ঘোষের চরিত্রটার জন্য তোমার কাছে অফার আসে করবে তো?
আরও পড়ুনঃ শুধু মিমি নয়, দেবাঞ্জনের ফাঁদে পড়েন সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রও
সৌরভ বলেন- “অফার আসলে না বলতে পারব না। তবে জান তো, কিছু কিছু সিনেমা, গানের রিমেক হওয়া ঠিক নয়। ‘গল্প হলেও সত্যি’ তেমনই একটা নির্মাণ। এটার রিমেক যত ভাল মানেরই হোক না কেন লোকের মনে ধরবে না। রবি ঘোষ দর্শকের মনে গেঁথে বসে আছেন ওই চরিত্রে। একইভাবে অনেক গানেরও রিমেক হওয়া উচিত না। অনেক রিমেক খুব সুন্দরও হয়। আমিও শুনি সেই সব গান। কিন্তু ওগুলোর রিমেক না হওয়াই ভাল ছিল বলে আমার মনে হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584