পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চালাচ্ছেঃ সায়ন্তন বসু

0
69

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

বিনা অনুমতিতে সিএএ বিলের প্রতি সমর্থন জানিয়ে জেলা শাসকের দফতরের সামনে মিছিল করার দায়ে পুরনো একটি মামলায় আজ বালুরঘাট আদালতে ব্যক্তিগত ভাবে হাজির হয়ে জামিন নিল বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

sayantan basu | newsfront.co
সায়ন্তন বসু, বিজেপি নেতা। নিজস্ব চিত্র

সোমবার দুপুরে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জেলা বিজেপির কয়েকজন নেতাকে নিয়ে সদলবলে বালুরঘাট জেলা আদালতে হাজির হন। বেলা দুটাের সময় আদালত বসলে সায়ন্তন বসু বিচারকের সামনে হাজির হলে তার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক তাকে ২০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ কৃষক মৃত্যুর দায় নিতে হবে সরকারকে সভার আগে সুর চড়াল নেতারা

আদালত সূত্রে জানা গেছে ২০২০ সালের ১২ জানুয়ারী বালুরঘাটে বিজেপি দলের পক্ষ থেকে সংসদে পাশ হওয়া সিএএ বিলের প্রতি সমর্থন জানিয়ে একটি মিছিল বের করা হয়। অভিযোগ সেই মিছিল করবার জন্য আগাম কোন পুলিশের অনুমতি নেওয়া ছিল না।

সেই দিনের মিছিলে শামিল হয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন সহ জেলার অন্যান্য সদস্য ছাড়াও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। পুলিশ এদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করলে স্থানীয় সাংসদ ও জেলা বিজেপির সভাপতি ও আরও কয়েকজন আদালতে হাজির হয়ে জামিন নিলেও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এতদিন জামিন নেননি। আজ সেই মামলায় বালুরঘাট আদালতে সশরিরে হাজির হয়ে তিনি জামিন নেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ সরকার-কৃষক সপ্তম দফার বৈঠক আজ, দাবি আদায়ে অনড় কৃষকেরা

এদিকে জামিন পাওয়ার পর বিজেপি দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানান ভারতীয় আইনের প্রতি ভরসা রয়েছে,বিজেপি দল বরাবরই আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল।

সেই আইনের প্রতি সম্মান রেখেই তিনি আজ আদালতে হাজির হয়ে বিচারকের কাছে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক ২০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বিরুদ্ধে জেলার বুনিয়াদপুর আদালতে যে মামলা রয়েছে তিনি এখনও তাতে হাজির হননি। তবে শিঘ্রই সেখানে হাজির হয়ে জামিন নেবেন বলে জানান।

আরও পড়ুনঃ পাঁশকুড়ায় বনমালী কলেজে ফি-মুকুবের দাবিতে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ

অপরদিকে আদালতে আসার আগে জেলা বিজেপির কার্যালয়ে গতকাল মালদায় তাদের মিছিলের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জানান, রাজ্য জুড়েই তাদের উপর আক্রমণ চলছে, এখনও পর্যন্ত তাদের ১৩৫ জন সক্রিয় কার্যকর্তা ও কর্মীর প্রাণ গেছে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here