নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে নয়া কৃষি বিল নিয়ে জনগণকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কেউ বলছেন নীল চাষিদের মতো বাংলার কৃষকদের অবস্থা হবে।
কেউ বলছেন সাধারণ কৃষকরা চাষ করতে পারবেন না, আম্বানি আদানি রা চাষ করবে। আর কেউ বলছেন কৃষক বিদ্রোহ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে এই বিল পড়ে বলছি কোথাও কোন কৃষিমান্ডি তোলা হচ্ছে না। কৃষকরা যদি চায় খোলা বাজারে বিক্রি করবেন এবং তারা যদি চায় কৃষকমান্ডিতে বিক্রি করবেন। যেখানে চাইবেন সেখানেই তাদের ফসল বিক্রি করতে পারবেন। কেউ কৃষকদের বাধ্য করতে পারবেন না।
আরও পড়ুনঃ কৃষি বিল বাতিলের দাবিতে দিনহাটায় পথ অবরোধ বাম-কংগ্রেসের
এর পাশাপাশি তিনি আরও বলেন দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কিছু ফোড়ে যাকে অন্য ভাষায় দালাল বলা হয়। তারা কৃষকদের বাধ্য করে কম দামে পণ্য বিক্রি করতে। এবং সেই পণ্য তারা খোলা বাজারে চড়া দামে বিক্রি করে। এই আইনের ফলে সেইটা বন্ধ হবে। এর ফলে কৃষকের লাভ মানুষের লাভ। ক্ষতি হবে দালাল,ফোড়ে ও রাজনৈতিক দল গুলোর।
আরও পড়ুনঃ সন্ধ্যায় হঠাৎ গ্রেফতারির অভিযোগে চাঞ্চল্য জলঙ্গিতে
তার জন্য এতো চেঁচামেচি , এতো কান্নাকাটি! এই আইনের ফলে কৃষকদের কোন চাপ দেওয়া যাবে না , প্রভাব খাটানো যাবেনা কোন নির্দিষ্ট জায়গায় বিক্রি করার জন্য। পাঞ্জাবের দলগুলো বেশি চেঁচাচ্ছে কেন কারণ বড় বড় কো-অপারেটিভ আছে তাদের।
আর তৃণমূল কংগ্রেস চেঁচাচ্ছে কেন? তার সব থেকে বড় উদাহরণ আয়ুষ্মাণ ভারত, কৃষক সম্মাননিধি নিয়ে প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি। দিদিমনি শর্ত দিয়েছেন আমাকে আগে টাকা দিতে হবে। আমি তারপর ওই প্রকল্পের কাজ শুরু করবো। কেন? কারণ এখানেও কাটমানি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584