নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গতকাল রাতেই নতুন রাজ্য কমিটি ঘোষণা করেছে বিজেপি। তালিকায় এসেছে অনেক নতুন মুখ, তেমনই বাদ পড়েছে অনেক পুরোনো নেতারাও। যার মধ্যে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও সম্পাদক সংঘমিত্রা চৌধুরীর নাম নেই ওই তালিকায়। আর এই নিয়েই শুরু নানা জল্পনার।
সূত্রের খবর, নতুন রাজ্য কমিটির তালিকা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে আসা মাত্রই সেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান সায়ন্তন বসু। এর মধ্যে এও জানা গিয়েছে যে, গতকাল রাতেই সায়ন্তনের বিধাননগরের বাড়িতে যান কয়েকজন তৃনমূল নেতা। যদিও এ বিষয়ে তৃনমূলের এক নেতা জানিয়েছেন, এটি সম্পূর্ন সৌজন্যমূলক সাক্ষাৎ।
গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে সায়ন্তন বসু জানান, “এটা তো স্বাভাবিক। রাজ্য কমিটিতে না থাকলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকাটা নৈতিক নয়। সেজন্য ওই গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছি।” যদিও নয়া তালিকায় সায়ন্তন বসুর নাম থাকায় বিস্মিত দলের অনেক নেতাই। স্বভাবতই সায়ন্তন বসুর রাজনৈতিক অবস্থান নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুনঃ বিজেপির নতুন রাজ্য কমিটির ঘোষণা, পদ খোয়ালেন সৌমিত্র খাঁ
অপরদিকে বিজেপির যুব মোর্চার সভাপতি পদ হারালেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার নয়া রাজ্য সভাপতি করা হয়েছে ইন্দ্রনীল খাঁকে। দলের নতুন রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদে থাকছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, জ্যোতির্ময় সিং মাহাতো, দীপক বর্মণ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। দলের মহিলা মোর্চার সভাপতি ছিলেন অগ্নিমিত্রা পল। এবার সেই পদে এলেন তনুজা চক্রবর্তী। দলের রাজ্য কমিটির মুখ্য মুখপাত্র থাকছেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি সেই পদে রাখা হয়েছে জয়প্রকাশ মজুমদারকেও।
আরও পড়ুনঃ গোয়ায় তৃণমূলের জেতার কোনো সম্ভাবনা দেখছেন না অরবিন্দ কেজরিওয়াল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584