চায়’পে চর্চায় সায়ন্তন

0
36

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সামনেই পুরসভা ভোট। আর পৌরসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই কোমর বেঁধে রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। একের পর এক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।

Sayantan Basu | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার হালকা কুয়াশা ঘেরা ঠান্ডার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের মেছেদা বাইপাসে চায়’পে চর্চায় সামিল হলেন রাজ‍্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

Chay Pe Charcha | newsfront.co
নিজস্ব চিত্র

আর এই চায় পে চর্চা অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমি দুদিন ধরে রয়েছি এই কাঁথি এলাকায়, নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মানুষের বাড়ি বাড়ি যাব মানুষকে বোঝাবো এই আইন মানুষকে তাড়ানোর জন্য নয় মানুষের পরিচয় তৈরি করার জন্য এবং ক’দিন বাদেই পৌরসভার ভোট, তার সঙ্গেও জড়িত আছি।

আরও পড়ুনঃ তুফানগঞ্জে মদনমোহন উদ্যানের উদ্বোধনে মন্ত্রী রবীন্দ্রনাথ

আমি দেখবো কাঁথি পৌরসভার কাউন্সিলর কেমন উন্নয়ন করেছে তার হিসাব-নিকাশ নেব, তবে তাদের বাড়িতে গেলেই বোঝা যাবে কতটা উন্নয়ন করেছে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে উন্নয়ন শুধুমাত্র হয়েছে কাউন্সিলরদের, এলাকার নয়, এটাই পরিষ্কার করে দিলেন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু।

অন্যদিকে কাঁথি পৌরসভায় প্রার্থী দেওয়া নিয়ে সায়ন্তন বসু বলেন আমরা 2021 সালে প্রার্থীর কথা ভাবছি না। যার কথা ভাবছি গত লোকসভা ভোটে দুটো বিধানসভার ভোট দিতে পারেনি এলাকার মানুষ তাই হেরে গিয়েছিলাম আমরা।

দুটো বিধানসভার ভোট দিতে পারলে দু লাখ ভোটে জিতে যেতাম আমরা,এমনই মন্তব্য করেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। অন্যদিকে গত কয়েকদিন আগে হলদিয়াতে যেই দুই মহিলাকে পুড়িয়ে মারা হয়েছিল সেই ঘটনার নিদান দিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

তিনি বলেন যেই দুজনকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজন শাসক দলের মদতপুষ্ট কন্টাক্টর, তার জন্য আমি পুলিশকে ধন্যবাদ জানাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে কিছু ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রীর বিবৃতি পাওয়া যায়, কিন্তু এ রাজ্যে কিছু ঘটনা ঘটলে তিনি মুখে কুলুপ আঁটেন, এমনই মন্তব্য করেন সায়ন্তন বসু।

তার সঙ্গে ছিলেন কাঁথির সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা সম্পাদক নবীন প্রধান ও সাধারণ সম্পাদক অসীম মিশ্র, তাপস দোলাই এবং সুদাম পন্ডিত, বিজেপি নেতা ডঃ দেবাশীষ সামন্ত সহ দলীয় অন্যান্য নেতৃত্বরা।

এ দিন কাঁথি মেছেদা বাইপাসে একটি চায়ের দোকানে বেশ খানিকক্ষণ আড্ডা দেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এরপর সায়ন্তন আড্ডা সেরে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here