একদিকে অভিযোগ অন্যদিকে আশ্বাস সায়ন্তনের

0
47

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Sayanton assurance to the people
সায়ন্তন বসু।নিজস্ব চিত্র

রাজ্যে বিজেপির লোকসভা ভোটের ফলাফল ভাল হতেই,পাখির চোখ করে নিয়েছে আগামী বিধানসভার ভোট।সেই লক্ষ্যে ইতিমধ্যে জেলায় জেলায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে উঠে পড়ে লেগেছেন বিজেপি নেতৃবৃন্দ।একের পর এক কর্মসূচির মাধ্যমে রাজ্যের পাশাপাশি জেলার মানুষকে কাজের টানতে চাইছে বিজেপির রাজ্য নেতৃত্ব।

Sayanton assurance to the people
বিজেপির সাংগঠনিক সভা।নিজস্ব চিত্র

সেই দিকটা উপেক্ষা করে ইতিমধ্যেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দাঁতনে বিজেপির সাংগঠনিক বৈঠকের পর বেলদাতে সাংগঠনিক সম্মেলনে হাজির হলেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

আরও পড়ুনঃ রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ সায়ন্তন বসুর

এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তন বসু জানান “আমরা যদি বাংলায় ক্ষমতায় আসি তাহলে রাজ্যের উন্নয়ন বাড়াতে যেমন ভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চা ও চপ শিল্পে উদ্যোগী করতে চাইছিল এলাকার যুবকদের,রাজ্যে যে ভাবে একের পর এক বোমা শিল্প গড়ে উঠছে তাদেরকে ভাল কাজের দেওয়ার লক্ষ্যেই আমরা রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চাইছি।”

এমনই অভিযোগ সহ আশ্বাস দেন সায়ন্তন বসু,এ দিন এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শমিত কুমার দাস সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here