কাটোয়া মহকুমা জুড়ে বন্ধ এটিএম পরিষেবা, হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা

0
61

শ্যামল রায়, পূর্বস্থলীঃ

বছর শুরু হতেই কালনা, কাটোয়া মহকুমা জুড়ে এবং নবদ্বীপ শহরে বিভিন্ন এটিএম বন্ধ রয়েছে এবং দুই একটি খোলা থাকলেও টাকা না থাকায় চরম হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা।

atm counter | newsfront.co
বন্ধ এটিএম। নিজস্ব চিত্র

সোমবার নবদ্বীপ শহরের বিভিন্ন এটিএম ঘুরেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা এমনটা অভিযোগ করেছেন সমির দে  সহ একাধিক গ্রাহক। এছাড়াও কালনা শহর ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, পূর্বস্থলী, পাটুলি এবং কাটোয়াতেও বিভিন্ন এটিএম বন্ধ রয়েছে, দু-একটি খোলা থাকলেও টাকা মিলছে না।

আরও পড়ুনঃ ঝুলন্ত অবস্থায় স্কুল ছাত্রীর দেহ উদ্ধার রানিতলায়

অনেকেই বলছেন যে এটিএমের চুক্তি শেষ হয়ে পড়ায় নতুন করে চুক্তি না হওয়ায় এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। গ্রাহকদের মতে দু-একটি এটিএম খোলা থাকলেও দীর্ঘ লাইন থাকায় টাকা তুলতে চরম সমস্যায় পড়েছেন গ্রাহকরা।

বর্তমান বছরের প্রথম দিকে এই ধরনের দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। এদিন সমুদ্রগড়, পূর্বস্থলী, পাটোয়ারী প্রভৃতি এলাকায় দেখা গেল এটিএম খোলা থাকলেও টাকা নেই এবং বিভিন্ন এটিএম বন্ধ।

আরও পড়ুনঃ বুনিয়াদপুরে লাইসেন্স রিনিউ না করেই চলছিল নার্সিংহোম, সিল করল প্রশাসন

যদিও বিভিন্ন ব্যাংকের তরফ থেকে এটিএম বন্ধ থাকা এবং ব্যাংকে টাকা না থাকার প্রসঙ্গে কিছু বলতে চাননি তারা। তাই গ্রাহকরা টাকা না পেয়ে চরম সমস্যার মধ্যে পড়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here