আজ থেকে স্টেট ব্যাঙ্কসহ একাধিক রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্কে চালু নতুন নিয়ম, কি কি দেখে নিন

0
92

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আজ বৃহস্পতিবার, ১ জুলাই থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সহ একাধিক রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্কে চালু হল বেশকিছু নতুন নিয়ম। দেখে নিন কোন ব্যাঙ্কে কি কি পরিবর্তন হয়েছে…

SBI | newsfront.co
প্রতীকী চিত্র

এসবিআই (SBI):

এটিএম ও ব্র্যাঞ্চ থেকে টাকা তোলা মিলিয়ে মাসে মোট ৪ বার ফ্রীতে টাকা তোলা যাবে। ৪ বারের বেশি হলে লেনদেন পিছু ১৫ টাকা+GST চার্জ কাটা হবে। প্রতি আর্থিক বছর বিনামূল্যে দেওয়া হবে ১০ পাতার চেক বই। এর বেশি দরকার হলে ১০ পাতার জন্য ৪০ টাকা, ২৫ পাতার জন্য ৭৫ টাকা এবং ইমারজেন্সি চেক বই নিতে গেলে ৫০ টাকা + GST দিতে হবে। তবে বয়স্কদের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য নয়।

সিন্ডিকেট ব্যাঙ্ক:

কানাড়া ব্যাঙ্কের সাথে মার্জ হওয়ায় পরিবর্তন হয়েছে IFSC কোড। ব্যাঙ্কের অফিসিয়াল সাইট থেকে ব্র্যাঞ্চের নতুন কোড সংগ্রহ করুন নতুবা আপনার ব্র্যাঞ্চ থেকে জেনে নিন।

অ্যাক্সিস ব্যাঙ্ক (AXIS Bank):

বেড়েছে এটিএম চার্জ। নির্দিষ্ট কয়েকবার ফ্রীতে তোলার পর লেনদেন প্রতি চার্জ কাটার পরিমাণ বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হয়েছে ন্যুনতম ব্যালেন্স-এর পরিমাণও। এছাড়া ব্যাঙ্কের এসএমএস অ্যালার্ট প্রতি ২৫ পয়সা, মাসে সর্বাধিক ২৫ টাকা। তবে ওটিপি মেসেজের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank):

এই ব্যাঙ্কেও বেড়েছে চেকবই-এর দাম। প্রথম ২০ পাতার চেক বই বিনামূল্যে দেওয়া হবে। এরপর প্রতি পাতা ৫ টাকা করে কিনতে হবে। তবে ‘সাবকা সেভিংস’ অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here