নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
করোনায় মৃতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের অর্থ মিটিয়ে দিতে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি এম আর শাহ ও বিচারপতি বিভি নাগরত্নার বেঞ্চ এদিন জানায় ইতিমধ্যে যাঁদের ক্ষতিপূরণের আবেদন বাতিল হয়েছে তাঁরা নির্ধারিত কমিটির কাছে আবেদন জানাতে পারবেন। আগামী চার সপ্তাহের মধ্যে প্যানেলকে এই ক্ষতিপূরণের মেটানোর বিষয়ে সিদ্ধান্ত নিতেই হবে।
গত এপ্রিল মাসে করোনায় মৃত্যুর ক্ষতিপূরণের আবেদন করার সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছিল চলতি বছরে ২০ মার্চের মধ্যে করোনায় যাঁদের মৃত্যু হয়েছে তার থেকে ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণের জন্য আবেদন জানাতে হবে। এর পরবর্তীতে কোভিডে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের ক্ষেত্রে তিন মাসের সময়সীমা বেঁধে দেয় আদালত।
আরও পড়ুনঃ ৫ বছর পরে UAPA অভিযুক্ত ১২১ জন আদিবাসীকে বেকসুর খালাস ঘোষণা ছত্তিশগড় আদালতের
এই বিষয়ে বিহার ও অন্ধ্র প্রদেশ সরকার আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে। এমনকি অন্ধ্র প্রদেশ সরকারকে বিচারপতি শাহ ও বিচারপতি নাগরত্নার বেঞ্চ নির্দেশ দিয়েছে স্টেট ডিসাস্টার রেস্পন্স ফোর্স-এর কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ যে অর্থ তারা নিয়েছে, আগামী দুদিনের মধ্যে স্টেট ডিসাস্টার রেস্পন্স ফোর্স-এর তহবিলে ঐ অর্থ জমা করার জন্য, এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584