নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষি আইন নিয়ে আইনি লড়াইয়ে বড় ধাক্কা কেন্দ্রের। কৃষি আইনে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই রায়। নতুন তিন কৃষি আইন ঘিরে যে জট সৃষ্টি হয়েছে, তা সমাধানে আলাপ-আলোচনাতেই জোর দিচ্ছে সুপ্রিম কোর্ট। সেই কারণে, কৃষি আইন পর্যালোচনায় মঙ্গলবার চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
আদালতের নির্দেশে এই কমিটি কৃষি আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে। কমিটি রিপোর্ট জমা দেবে আদালতে, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। ততদিন স্থগিতাদেশ বহাল থাকবে কৃষি আইনের প্রয়োগে।
বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন, ভূপেন্দ্র সিং মান (ভারতীয় কিষাণ ইউনিয়ন), অনিল ঘানওয়াত (শেঠকারি সংগঠন), ডঃ প্রমোদ কুমার যোশী এবং কৃষি বিশেষজ্ঞ অশোকগুলাটি।
গত প্রায় দু’মাস ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। দাবি না মেটা পর্যন্ত তা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি। কিন্তু সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ এদিনের রায় বলা হয়েছে, দিল্লি সীমান্তে বিক্ষোভ না করে রামলীলা ময়দানে কৃষকরা যাতে আন্দোলন চালাতে পারেন তার জন্য নয়াদিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাওয়া হোক।
আরও পড়ুনঃ টিকার ‘পার্শ্বপ্রতিক্রিয়া’ ও ‘ব্যয়ভার’ নিয়ে মোদীকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
এদিনের রায়ে সর্বোচ্চ আদালত জানায়, কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা তাদের হাতে রয়েছে, কিন্তু আদালত চায়না তা অনির্দিষ্টকাল জারি থাকুক। শীর্ষ আদালত এদিনের রায়ে জানিয়েছে, কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।
গত সেপ্টেম্বরে সংসদে পাশ হওয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে বহু মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। সেই সব মামলাগুলি জোটবদ্ধ করে শুনানি চলছে প্রধান বিচারপতির বেঞ্চে।
আরও পড়ুনঃ ২০ লক্ষ ‘ভুল হাতে’ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির ১,৩৬৪ কোটি টাকাঃ আরটিআই রিপোর্ট
এদিন ছিল এই মামলার দ্বিতীয় দিনের শুনানি। শুরুতেই প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, আইন তিনটি নিয়ে আদালত যথেষ্ট উদ্বিগ্ন। একটানা আন্দোলনের জেরে মানুষের জীবনযাত্রা এবং সম্পত্তির উপরও প্রভাব পড়েছে। এর সঙ্গে জীবন ও মৃত্যু জড়িয়ে। যতটা ভাল ভাবে সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছে আদালত।
সোমবার কৃষি আইনের বিরুদ্ধে শুনানিতে সুপ্রিম কোর্ট কড়া ভাবে ভর্ৎসনা করে কেন্দ্রকে। প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ জানায়, কৃষক বিদ্রোহ মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছেই। কিছুটা একতরফাভাবেই আইন প্রণয়ন করা হয়েছে। গোটা প্রক্রিয়ায় কেন্দ্রের ভূমিকায় সুপ্রিম কোর্ট ‘হতাশ’ বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এস এ বোবদে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584