শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য ২ অক্টোবর অনুমোদন দিয়েছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় এই টাকা দেওয়ার কথা। আর এই নিয়ে গড়িমসির কারণে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং রাজস্থান সরকারকে।
আজ এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ এবং বি ভি নাগরত্নের বেঞ্চে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, আদালত উল্লেখ করে যে ১৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। কিন্তু আবেদন গ্রহণ করা হয়েছে মাত্র ৪৬৭ টি । তার মধ্যে এখনও অবধি ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র ১১০ জন। এই নিয়েই রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট।
এই ক্ষতিপূরণের বিষয়ে রাজস্থান সরকারের ভূমিকাতেও অসন্তুষ্ট শীর্ষ আদালত। রাজস্থানে প্রায় ৯ হাজার কোভিড মৃত্যুর সংখ্যা। এখনও পর্যন্ত মাত্র ৫৯৫ টি আবেদন গৃহীত হয়েছে এবং কাউকেই ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বিচারপতি শাহ রাজস্থান সরকারের আইনজীবীকে তীব্র নিন্দা করে ভাষায় বলেন, “আপনার সরকারকে মানুষ হতে বলুন।”
আরও পড়ুনঃ নাগাল্যান্ডে সেনার গুলিতে গ্রামবাসীদের মৃত্যুর ঘটনায় লোকসভায় বিবৃতি দিলেন অমিত শাহ
সারা দেশের মধ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। ১ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে কোভিডে কিন্তু আবেদন গৃহীত হয়েছে মাত্র ৩৭ হাজার। একজনকেও এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।”এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার জন্য আর কিছুটা সময় চাইলে বিচারপতি বলেন, “আপনি এটি (হলফনামা) আপনার নিজের পকেটে রাখুন এবং আপনার মুখ্যমন্ত্রীকে দিন।” বিচারপতি শাহ তাঁকে সতর্ক করে বলেন যে আদালত এবার রাজ্য সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ডিসেম্বর।
আরও পড়ুনঃ নিজের ধর্ম নাপসন্দ! বাবরি ধ্বংসের দিনে হিন্দুত্বে দীক্ষা ওয়াসিম রিজভীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584