নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশের প্রতিটি জেলে অভিযুক্তের জামিনের নির্দেশনামা যাতে দ্রুত ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দিয়ে বন্দীদের সত্বর জেল থেকে ছাড়ার ব্যবস্থা করতে উদ্যোগী সুপ্রীম কোর্ট। এক মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকরী করার জন্য প্রধান বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চ সুপ্রীম কোর্টের সেক্রেটারি জেনারেলকে নির্দেশ দিয়েছে প্রয়োজনীয় প্রস্তাব জমা দেওয়ার।
একই সঙ্গে রাজ্যগুলিকেও তাদের জেলে ইন্টারনেট সংযোগ সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রবীণ আইনজীবী দুষ্মন্ত দাভে-কে ‘এমিকাস কিউরি’ হিসেবে নিযুক্ত করেছে আদালত, যিনি এই সম্পুর্ন প্রক্রিয়া কার্যকর করার বিষয়ে সহযোগিতা করবেন।
Breaking: Supreme Court To Implement System To Electronically Transmit Bail Orders To Prisons To Avoid Delay In Releasing Prisoners After Grant Of Bail @SrishtiOjha11 https://t.co/6trF5pTRCC
— Live Law (@LiveLawIndia) July 16, 2021
আরও পড়ুনঃ “এরা করোনার থেকেও ক্ষতিকারক”, গোপালের জামিন খারিজ করে মন্তব্য আদালতের
উত্তরপ্রদেশে আগ্রা জেলের ১৩ জন বন্দির জামিন মঞ্জুর হয় ৮ জুলাই। এরপর তাঁদের জেল থেকে ছাড়তে দেরি হয় নির্দেশনামা সময়মতো না পৌঁছনোর কারণে। এরপরেই বিষয়টি সম্পর্কে সুয়োমোটো তদারকিতে নামে শীর্ষ আদালত। অবশেষে সুপ্রীম কোর্টের নির্দেশ ডিজিটাল পদ্ধতিতে জামিনের নির্দেশ পৌঁছে দিতে হবে জেলে যাতে জামিনের নির্দেশের পরেও বন্দীদের জেলে আর থাকতে না হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584