নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
দুই রাঁধুনি গোষ্ঠির কাজিয়ায় বন্ধ হয়ে গেল স্কুল ও শিশু শিক্ষাকেন্দ্র।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বেনিয়াপুকুর প্রাথমিক বিদ্যালয় ও বেনিয়াপুকুর শিশু শিক্ষা কেন্দ্রে। রাঁধুনিদের কাজিয়া থেকে হাতাহাতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ।রাঁধুনিদের কাজিয়ার জেরে বন্ধ হয়ে গেল স্কুল,মিড ডে মিল থেকে বঞ্চিত হল খুদে পড়ুয়ারা।ভিলেজ এডুকেশন কমিটির নিয়োগ করা দুই রাঁধুনি দিয়েই বেনিয়াপুকুর প্রাথমিক বিদ্যালয় ও বেনিয়াপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের রান্না চলছিল। এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠি দলের মহিলারা এসে ওই দুই রাঁধুনিকে সরিয়ে দিয়ে স্কুলের মিড ডে মিলের রান্না করা শুরু করে। রাঁধুনিদের এই দুই গোষ্ঠির বিবাদের জেরে বন্ধই করে দেওয়া হয় স্কুলের মিড ডে মিল। কদিন আগে রায়গঞ্জের বিডিও এসে ভিইসি কমিটির নিয়োগ করা দুই রাঁধুনি দিয়ে মিডডে মিলের রান্না করার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে যান।কিন্তু আজ আবারও ভিইসি কমিটি নিয়োগ করা রাঁধুনিরা রান্না করতে এলে স্বনির্ভর মহিলা গোষ্ঠির মহিলারা রান্না বন্ধ করে দেয়।শুরু হয় দুই পক্ষের বিবাদ কাজিয়া।
কাজিয়া থেকে হাতাহাতি শুরু হয় দুপক্ষের রাঁধুনিদের মধ্যে।বাধ্য হয়ে বেনিয়াপুকুর স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি দিয়ে বন্ধ করে দেয়।এদিকে ওই একই সমস্যা নিয়ে কাজিয়া বাধে বেনিয়াপুকুর শিশু শিক্ষা কেন্দ্রেও।শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা দিপালী সরকার জানিয়েছেন,দুই রাঁধুনি গোষ্ঠির মারামারিতে তিনি আক্রান্ত হন। দুমাস ধরে মিড ডে মিল বন্ধ হয়ে আছে।আজ চালু করতে গিয়ে গন্ডগোল বাধে।স্থানীয় বাসিন্দা শেখ মজিবুর রহমান জানিয়েছেন, রাঁধুনিদের গন্ডগোলের জেরে বন্ধ হয়ে গিয়েছে স্কুলগুলোর মিড ডে মিল।আজ আবার দুপক্ষের মারামারি শুরু হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।বন্ধ হয়ে যায় শিশু শিক্ষা কেন্দ্রের মিডডে মিল। কর্তৃপক্ষ বিষয়টি সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শক ও রায়গঞ্জ বিডিওর দ্বারস্থ হন।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে রায়গঞ্জ ব্লকের বেনিয়াপুকুর গ্রামে।
আরো পড়ুনঃ জন জীববৈচিত্র নথিকরন কর্মশালা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584