অভিভাবক বিক্ষোভে ফি-বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত শহরের দুই স্কুলে

0
40

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

লকডাউনের মধ্যে আর্থিক সঙ্কটে ভুগছেন সকলেই। এর মধ্যেই কিছুদিন আগে জুলাই মাসেও স্কুল না খোলার সম্ভাবনার কথা জানিয়ে ফি না বাড়ানোর জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তারপরেও সেই আবেদনে সাড়া না দিয়ে লেক গার্ডেন্সের একটি বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির ঘটনা ঘটল। আর তার জেরেই স্কুলের সামনে পথ অবরোধ ছাড়াও স্কুলের প্রিন্সিপালকেও ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।

parents protest | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

শুক্রবার সকালে লেক গার্ডেন্সের বেসরকারি স্কুলের প্রিন্সিপালের সঙ্গে প্রথমে অভিভাবকরা বৈঠকে বসেন। অভিভাবকদের অভিযোগ, ওই বৈঠকে কোনও গুরুত্বপূর্ণ কথাই আলোচনা হয়নি। পরিবর্তে শুধুই ফি বাড়ানোর দাবি জানিয়ে যাচ্ছিলেন স্কুল কর্তৃপক্ষ। লকডাউনের কারণে কোনও পড়ুয়াই স্কুলে যাচ্ছে না, কিন্তু বাড়িতে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। তাই অভিভাবকরা টিউশন ফি দিতে রাজি ছিলেন বলে তারা নিজেরাও জানিয়েছেন।

guardians | newsfront.co
বিক্ষোভ। নিজস্ব চিত্র

কিন্তু স্কুল কর্তৃপক্ষ শুধু সম্পূর্ণ ফি নয়, আরও বৃদ্ধির দাবি করেন। অভিভাবকরা লকডাউনে আয় হ্রাসের কথা বললেও তা মানতে চায়নি স্কুল। এরপরেই অভিভাবকদের একাংশ স্কুল ছেড়ে বেরিয়ে আসেন। প্রিন্সিপালকে ঘেরাওয়ের পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখেন স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ বর্ণ বিদ্বেষী পাঠ! বর্ধমানে বরখাস্ত দুই শিক্ষিকা

একইরকম ঘটনা ঘটে দমদমের একটি বেসরকারি স্কুলেও। সেখানকার অভিভাবকদেরও অভিযোগ, আচমকা লকডাউনের মতো কঠিন সময়েও অমানবিক ভাবে প্রায় ১০ শতাংশ অতিরিক্ত ফি দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। ফি বৃদ্ধির প্রতিবাদে প্রিন্সিপালকে ঘেরাওয়ের পাশাপাশি দমদম স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দমদম থানার পুলিশ অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসাও হয়। এরপর পুলিশের সঙ্গে অভিভাবকরা স্কুলের ভিতরে ঢোকেন। প্রিন্সিপাল আগামী ২৫ জুন আলোচনায় বসার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here