সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
করোনা মোকাবিলার জন্য আজ সোমবার বিকেল থেকে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে অভিভাবকদের হাতে মিড-ডে মিল তুলে দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় ছিলেন স্কুল কর্তৃপক্ষ। আজ বিভিন্ন স্কুলের পক্ষ থেকে সরকারি নির্দেশিকা মেনে মিড-ডে মিল তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে।
নির্দেশিকা ছিল সকাল এগারোটা থেকে প্রথম ও পঞ্চম শ্রেণির পড়ুয়ার অভিভাবকদের দেওয়া হবে। দুপুর দুটো থেকে দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর অভিভাবকদের দেওয়া হবে। এরপর মঙ্গলবার সকালে তৃতীয় ও সপ্তম শ্রেণী এবং দুপুরে চতুর্থ ও অষ্টম শ্রেণীর পড়ুয়ার অভিভাবকদের হাতে তুলে দেওয়া হবে চাল এবং আলু।
নির্দেশিকা রয়েছে কোন ভাবেই যেন স্কুলে পড়ুয়া না আসে তা দেখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা চিন্তিত ছিলেন এত পড়ুয়ার অভিভাবক বিদ্যালয় এলে কিভাবে জমায়েত এড়ানো যাবে? অভিভাবকরা কতটা সচেতন থাকবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে আসা যুবকরা অবাধে ঘুরছে রাস্তায়, চিন্তায় এলাকাবাসী
তবে আজ বেশ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, চাল এবং আলু যথাযথ নির্দেশিকা মেনে নেওয়া হচ্ছে। শিক্ষকেরা নিজেরাই লাইনে দাঁড়িয়ে তদারকি করছেন। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অভিভাবকদের হাতে মিড-ডে মিল তুলে দেওয়া হচ্ছে।
কয়েকটি স্কুলে একসঙ্গে পাঁচ জনের বেশি অভিভাবককে ঢুকতে দেওয়া হচ্ছে না, যেখান থেকে মিড ডে মিলের চাল এবং আলু দেওয়া হচ্ছে। একাধিক কাউন্টার করে দ্রুত শেষ করার ব্যবস্থা নেওয়া হয়েছে বেশ কয়েকটি স্কুলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584