কবির হোসেন, মুর্শিদাবাদঃ
দীর্ঘ ২২ মাস পর স্কুল খোলায় খুশির হাওয়া ছাত্রীদের মধ্যে। বৃহস্পতিবার সালার কে কে গার্লস হাই স্কুলে অষ্টম শ্রেণীর পঠন পাঠন শুরু হল। করোনাকালে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর স্কুলে আসতে পেরে খুশির পরিবেশ স্কুল প্রাঙ্গণ জুড়ে।
এদিন অষ্টম শ্রেণীর সঙ্গে নবম দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়। পশ্চিমবঙ্গ সরকারের করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মেনে ক্লাসে উপস্থিত ছাত্রীরা। দীর্ঘদিন স্কুল প্রাঙ্গণ থেকে বিচ্ছিন্ন থাকার ফলে আজকের দিনটি মিলন মেলায় বলে ধরে নিয়েছে তারা। ছাত্র-ছাত্রী থেকে শিক্ষিকারা সকলকেই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এছাড়া নিজস্ব জলের বোতল আনতে বলা হয়েছে একসঙ্গে জটলা করে থাকার বিষয়েও স্কুলের তীক্ষ্ণ নজর রয়েছে।
আরও পড়ুনঃ কৃষ্ণনগরে সরকারি স্কুলে দুই শিক্ষকের হাতাহাতি
প্রধান শিক্ষিকা আফরোজা নাজনীন বলেন, সরকারের দ্বারা যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে আমরা সেগুলো পালন করে পঠন পাঠন শুরু করছি। এছাড়া, আগামী দিনে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর পঠনপাঠনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সরকারি নির্দেশ অনুযায়ী বলে জানিয়েছেন তিনি। এদিনে ক্লাস রুমে ব্ল্যাক বোর্ডের সামনে বসা ছাত্রীদের চোখে মুখে আনন্দ ভেসে উঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584